আমাদের কথা খুঁজে নিন

   

মেজরের অতিরিক্ত মিষ্টি কথন কিসের আভাস !

আমি খুবি সাধারণ পেন্সিলে আঁকা সহজ স্বপ্ন আমার । স্বপ্ন দেখতে ভুল হলে ইরেজার দিয়ে সহজে মুছে ফেলা যায় । আমার স্বপ্ন । সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল সোহওয়ার্দী কিছুক্ষন আগে স্ক্রিপ্ট দেখে দেখে বিশাল এক বক্তব্য দিয়েছেন। তিনি অন্যদের সাথে সাথে, আগে পরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের যা প্রশংসা করেছেন, তাতে ওনাদের প্রতি বিনম্র শ্রদ্ধায় আমার দু নয়নে অশ্রুর বন্যা বয়ে গিয়েছে!! আমাদের প্রধানমন্ত্রী এত্ত ভাল কেন?! তার মন্ত্রী মিনিস্টাররা এত্ত মহান, ওহ গড উয়ি আর ব্লেসড টু গট দোজ!! আজ যদি ওনারা না থাকতেন কি যে হতো!! এত মানুষ আজ জীবিত হয়ে ফিরে আসতে পারতনা মনে হয়!! এত এত লাশ উদ্ধার করা যেত না!! স্পেসিয়ালি উদ্ধার কাজে সবচেয়ে প্রেরণা যুগিয়েছেন আমাদের স্বররাষ্ট্র মন্ত্রী শ্রদ্ধেও মখা আঙ্কেল!! সব কিছু নাইনটি নাইন পার্সেন্ট ওকে বাট ..... আমাদের কোটি কোটি টাকার ধন, আমাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী - মিনিস্টারেরা থাকতে উদ্ধার কাজে সাধারণ মানুষ নিজেরা টাকা দিয়ে, উদ্ধার সরন্জাম দিয়ে, নিজেদের জীবন বাজি রেখে উদ্ধার কাজে নামতে হয়। ওহ আরেকটি কথা, এত এত ধন্যবাদের মাঝে আমাদের জিওসি সাহেব "এনাম মেডিকেল " ও সংশ্লিষ্টদের " সামান্য ধন্যবাদ দিতে ভুলে গিয়েছেন!! ব্যাপার না, ম্যান ইজ মরটাল !! আরেকটা ব্যপার ! সন্ত্রাসী সোহেল রানা ধরা খেয়ে "মুরাদ জং " এর " জায়গা" দখলের ব্যবসার ভাটা ফালিয়ে দিল ! অনেক মানুষের জায়গা । মুরাদ জং সোহেল রানা দ্বারা হাতিয়ে নিয়েছে ! তাহলে , আমাদের সরকার কর্তার কাছে ...... এটাও আশা করতে পারি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।