কেননা সম্পূর্ন পৃথিবীটাকে দুর থেকে দেখার ইচ্ছা জাগে উফফ্ । খুবই চিন্তিত হয়ে পড়েছি আজ ২ দিন হল; সিদ্ধান্তই নিতে পারছি না কোনটা নিব.... স্যামস্যাং গ্যালাক্সী এস ৩ নাকি আইফোন ৫। কেউ বলছে আইফোন নিতে আবার কেউ বলছে এস ৩ নিতে; কিন্তু কেউ একটা জোরালো সিদ্ধান্ত দিতে মন্তব্যের সাথে যোগ করতে পারলো না; আমি অবশ্য রেজুলেশন, ইউজার ফ্রেন্ডলী, এপস্, এবং ইন্টারনেট ব্যবহারের জন্য ভালো যেটা সবচেয়ে সেটা নেবার পক্ষে; তার পরেও সিদ্ধান্তহীনতায় ভুগছি; সঙ্গে স্কাই পে এর ভিডিও কনফারেন্স সুবিধা যেটাতে ভালো পাওয়া যাবে, সেটাই হবে আমার জন্য সবচেয়ে বেষ্ট। আপনারা যারা ব্যবহার করেছেন, বিশেষ করে দুটিই ব্যবহার করার অভিজ্ঞতা আছে, অনুগ্রহ করে ১/২ লাইন পরামর্শ দিন; অধীর আগ্রহে অপেক্ষা করছি .. এবং ভরসাও রাখছি আপনাদের মতামতের উপর;
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।