আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রি ভিপিএন সম্পর্কে সাহায্য চাইঃ সবচেয়ে ঝামেলামুক্ত উপায়ে আনলিমিটেড ব্যান্ডউইডথ সহ ভিপিএন কোনটি

যখন যা ভাল লাগে তাই, নির্ভাবনার জীবন চাই না। চ্যালেঞ্জ ভাললাগে। যা বলার হেডলাইনই বলে দিচ্ছে, তবু কিছু আলাদা প্রশ্নও করি - ১. ভিপিএন সম্পর্কে সাহায্য চাইঃ সবচেয়ে ঝামেলামুক্ত উপায়ে আনলিমিটেড ব্যান্ডউইডথ সহ ভিপিএন কোনটি? ২. কেউ আমাকে proXPN কোম্পানির একটি ইউজারনেম/পাসোয়ার্ড মেইল করতে পারবনে? কেননা ঐ সাইটে নতুন রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। ৩. সহজে ফ্রি ভিপিএন কিকরে কনফিগার করা যায়? ভিপিএন টানেল সফটওয়্যার খুব সহজে ব্যবহার করা যায়, সমস্যা হল ওদের ব্যান্ডুইথ মাত্র ১০০ মেবা। এখন ওপেন ভিপিএন কনফিগার করা কি যে ঝামেলা তাই এ ব্যাপারে কোন পোস্ট থাকলে সেটিও যদি দয়া করে কেউ উল্ল্যেখ করলে খুশি হব। আমার মেইল dihan91এটgmailডটcom কেউ হেল্প করলে খুব খুব কৃতজ্ঞ থাকব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.