আমাদের কথা খুঁজে নিন

   

গুগল দাদার নামকরন।

আমি একজন সাধারন ব্লগার এবং সামুর ভাষায় সেফ/নিরাপদ ব্লগার।.... আপনারা ত সবাই যে যার মত গুগল দাদারে ব্যাবহার করেন। কিন্তু "গুগল" নামটি তার ভাগ্যে কি করে জুটল জানেন? মজার ব্যাপার হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন "Google" একপ্রকার দূর্ঘটনাক্রমেই তার এই "Google" নামটি পেয়েছে। হ্যা, ঠিক তাই। এর নাম হওয়ার কথা ছিল "Googol". এর অর্থ হচ্ছে সব চেয়ে বড় নাম্বার, মানে "10 to the power 100". কিন্তু এই ওয়েব পেইজটি রেজিস্ট্রেশনের সময় শেন এন্ডারসন স্পেলিং মিসটেক করে Googol এর পরিবর্তে Google টাইপ করেন, আর ১ ঘন্টার মধ্যে তা এই নামেই নিবন্ধিত হয়ে যায়, এবং পরবর্তীতে এটা আর পরিবর্তনও করা হয় নি। এভাবেই চলতে থাকে। এবং এটাই এখন স্পেলিং মিসটেক এর ক্ষেত্রে একটি বড় মিসটেক এবং বড় ইতিহাসও ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.