উপকার করতে না পারি,ক্ষতি করবনা অন্তত আপনি কি জানেন?সানি লিওন এখন ঢাকায়!!
হ্যা ভুল শুনছেন না!!
গতকাল রাত ২:৩০ মিনিটে তিনি শাহজালাল আন্ত. বিমানবন্দরে এসে পৌছান।
এসেই তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তারই কিছু সংক্ষিপ্ত অংশ নিম্নে তুলে ধরা হল,
প্রশ্নঃ হঠাৎ আপনি ঢাকায়?কারনটা কি?
সানিঃ আসলে ঢাকা শহর আমার সব চাইতে প্রিয় শহর। এখানকার প্রায় সব কিছুই ডার্টি। আর আপনারা তো জানেনই,আমি নিজে ও একটু ‘ডার্টি ডার্টি’ পছন্দ করি!!
প্রশ্নঃ তো ঢাকায় তো আসলেন।
কি কি করার প্ল্যান?
সানিঃ আমি আসলে মূলত ঢাকায় এসেছি বেশ কয়েকটা কাজ নিয়ে।
প্রশ্নঃ যেমন?
সানিঃ এই ধরুন,২টা শর্ট ফিল্ম,একটা পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি,২টা এড এবং এখানকার কিছু গন্যমান্য ... এর সাথে বিছানাবৈঠক ইত্যাদি আরকি...।
প্রশ্নঃ ও আচ্ছা। তা আপনি আমাদের দেশীয় ছিনেমা তে কোন শট নিবেন?
সানিঃ হ্যা!!আসলে বলতেই ভুলে গেছি। তোমাদের দেশে নাকি এক নতুন মহানায়কের আভির্ভাব হয়েছে।
নামটা কি যেন...হনন্ঠ না কি যেন। যাই হোক। ওর নতুন সিমেনা বিশেষ অতিথি হিসেবে আমি থাকব।
প্রশ্নঃ কোন সিনেমায়?
সানিঃ সিনেমা নাম,May be “ইষফিড ৭”। হনন্ঠ আমাকে তাই বলল।
প্রশ্নঃ আচ্ছা,আপনি উঠছেন কোথায়?
সানিঃ সত্যি বলতে কি,এখানকার ভবন গুলো সম্পর্কে আমি যা শুনেছি,তাই ঠিক করেছি কোন হোটেলে থাকব না। আর তাছাড়া বুঝতেই পারছেন। আমি হোটেলে থাকার সময় ও পাব না!!
প্রশ্নঃ ও আচ্ছা!!তা,এই দেশবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে?
সানিঃ অবশ্যই!!দেশবাসীকে বলব,আপনার ‘সুষ্ঠ,সুন্দর ও স্বাভাবিক’ সিনেমা দেখুন। পরিচালক দের বলব ছিনেমা আমার সিনেমা কে রোল-মডেল ধরে ‘সুষ্ঠ,সুন্দর ও স্বাভাবিক’ সিনেমা তৈরী করুন!!
প্রশ্নঃ অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ যাত্রা শুভ হোক আপনার!!
সানিঃ ওকে।
বাই বাই,উ*।
স্টাফ রিপোর্টার,দৈনিক পরথুম কন্ঠ
আটাশে নভেম্বর,২০২২
(লিখাটির বেশীরভাগ ‘চরিত্র’ই কাল্পনিক। জীবিত,মৃত,অর্ধমৃত কারো সাথে মিলে গেলে তা সম্পুর্ন কাল্পনিক)
***এটা বলতে গেলে আমার প্রথম রম্য লিখার চেষ্টা কিংবা কল্পনা করা। নীচু মানের হলে দুঃখিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।