আমাদের কথা খুঁজে নিন

   

যশোর এমএম কলেজে ছাত্রদলের দু'গ্রুপের মধ্যে বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ

যশোর এমএম কলেজ ছাত্রদলের দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া যশোরে মঙ্গলবার এমএম কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের দু'গ্রুপের সংঘর্ষ চলাকালে হ্যাটট্রিক গ্রুপের বহিরাগত শংকরপুরের দুর্ধর্ষ ক্যাডার কবির প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়ছে সমকাল যশোর অফিস যশোর সরকারি এমএম কলেজে ছাত্রদলের দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। অভ্যন্তরীণ বিরোধের জেরে ছাত্রদলের শিমুল গ্রুপ ও হ্যাটট্রিক গ্রুপের মধ্যে গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বোমা বিস্ফোরণ ও তিন রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজের অধ্যক্ষ প্রফেসর ইবাদুল হক জানান, হঠাৎ করেই ছাত্রদলের দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় কয়েকটি বোমার বিস্টেম্ফারণ ও তিন রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। পুলিশ ক্যাম্পাসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্রদলের শিমুল গ্রুপ গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের টেন্টে অবস্থান করছিল। এ সময় বহিরাগতদের নিয়ে মিছিল সহকারে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে হ্যাটট্রিক গ্রুপ। শিমুল গ্রুপ এতে বাধা দিলে দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এক পর্যায়ে বহিরাগত ক্যাডাররা তিন-চারটি বোমার বিস্টেম্ফারণ ও তিন রাউন্ড গুলিবর্ষণ করে। এরপর লাঠিসোটা, আগ্নেয়াস্ত্র, রড, ইটপাটকেল নিয়ে চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া। সমকাল-২৮। ১১। ২০১২  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।