মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আমার লেখাটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে ধরে নেবেন না। আপনি সংসদে দাড়িয়ে অকপটে বলে গেলেন ‘এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত, এতে কোনো সন্দেহ নেই। এক নম্বরে পুলিশ, তারপর গার্মেন্টস। এরপর কিসের ওপর হামলা হবে, সেটা দেখতে হবে।’ View this link এত কষ্টের মাঝেও হাসতে ইচ্ছা করে। আমরা জনগণ তো মানসিক প্রতিবন্দ্ধী। যা বলবেন তাই বিশ্বাস করব আর হাতে তালি দেব। তবে একটি প্রশ্নের জবাব দেবেন কী? চট্টগ্রামের বহদ্দারহাটে উড়ালসড়কের গার্ডার পড়ে শতাধিক ব্যক্তির প্রাণহানি কাদের ইশারায় ঘটল? কারাই বা তত্ত্বাবধানে ছিল? আপনার নিজের মৃত সদস্যদের সাথে রাজনীতি করেননি। এখন কেন মৃত আত্মাগুলোকে পরবর্তী নির্বাচনের সিড়ি বানাতে চাচ্ছেন? পুনশ্চ - my name is not khan, and i am not a shibir.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।