রূপকথা আমাদের ছোট খাটো অসুখে প্রায় পরতে হয় যার ফলে ডাক্তার খানা যেতে হয় হ্যাঁ বেশি কিছু হলে অবশ্যই যেতে হবে কিন্তু ছোট খাটো অসুখে আমরা গুরুজনদের টোটকা তে সুস্থ হতে পারি। যেমন - দাঁত ব্যথা বা যন্ত্রনা -পিটুলি বা ভেটুল পাতা ৮-১০ নিন ছোট কাপের ২ কাপ পানি তে কিছুক্ষন সেদ্ধকরে ঐ পানিটা ঠান্ডা করে ছেঁকে নিয়ে একটু একটু করে নিয়ে ১ঘন্টা অন্তর ভালো করে কুলকুচি করুন। আমশা-পাঁকা দেশী মানে ঠুটে কলা আর পুরোনো পাঁকা তেতুল ও টক দই এক সাথে ভালো করে মেশান ঐ মিশ্রন টা দিনে বেশ কয়বার খান। কাশি হলে বা শ্লেষা জমলে -বাসক পাতা ৩ -৫ নিন ছোট কাপের ২ কাপ পানি তে কিছুক্ষন সেদ্ধকরে ঐ পানিটা ঠান্ডা করে ছেঁকে নিয়ে একটু একটু করে নিয়ে পান করুন। আগুনে অল্প পুরে গেলে -ঠান্ডা কাঁচা দুধ দিন ।
হালকা মাথা যন্ত্রনা-রসুনের কোয়া থেকে রস বার করে নাকে টানুন। গ্যাস অম্বল-কয়েকটা আদার কুচি সাথে অল্প একটু লবন মিশিয়ে চিবিয়ে খেয়ে ১গ্লাস পানি খান। কাঁচা জোয়ান ও এই ভাবে খেতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে অল্প খানিকটা কালো জিরা ভিজানো পানি ছেঁকে খেতে পারলে উপকার পাবেন। কিন্তু বেশি কিছু হলে সময় নষ্ট না করে অবশ্যই ভালো ডাক্তার দেখাবেন।
আর কাজের জিনিস টা নিন -Advanced SystemCare এর নতূন ভারসনের চাবি- CC52B-28CB1-DAF12-A96D6 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।