আমাদের কথা খুঁজে নিন

   

রেজিগনেশান লেটার

রেজিগনেশান লেটার কবি শব্দটির প্রতি আকাঙ্খা ও দূর্বলতার এমন মিশ্রিত অনুভূতি কখোনোই অবজ্ঞা করতে পারিনি এক প্রকার লোভী মনোবৃত্তিতে অমি ছাঁইপাশ লিখেছি সস্তা বাজারী লেখায় ভরিয়ে তুলেছি একের পর এক পৃষ্ঠা যেখানে অশিক্ষিতের সংখ্যা বেশী,তাদের সামনেই ভাব নিয়ে বলেছি আমি কবি,আমি কবিতা লিখি,আমি কবিতা পড়ি সর্বোপরি আমি একজন কবিতা পাগল মানুষ শালা ভন্ড ! সেই আমি কবি সমাজে নিস্প্রভ হ্যাঁ-হুঁ করেই আর সিগারেটে কয়েকটা ফুঁক দিয়েই পার করে দেই সময়টা কবি আমি তোমাকে বড্ড ভালোবাসি সস্তা বাজারী খ্যাতি আমি খুব চাইতাম ছাঁইপাশ মিলিয়ে অপরিপক্ক কবিতা প্রশব করেছি একের পর এক ক্ষূধার্ত এই রাতে পিছন ফিরে তাকাতেই হলো প্রগতিশীল হলে সামনেই তাকাতাম যাই হোক,পিছে ফিরে দেখি তোমার ঠোঁটের পারমানবিক আবেদন কিভাবেইনা কাবু করেছে প্রতিনিয়ত কবি বলতাম নিজেকে দূর্বলতা ঢাকবার জন্যে কবি বিশেষনটা এই ক্ষেত্রে অতি চমত্কার আগের কথায় ফিরে আসি ক্ষূধার্ত এই রাতের একটা দাবী থেকে যায় তার প্রবল দাবী আমি উপেক্ষা করতে পারিনি আমি যে কবি,কিভাবে তাকে ফিরিয়ে দেবো বলতে পারো? তুমি হয়তো কবিতা ভালোবাসতে বলেই আমি কবির ভেক ধরেছিলাম কে জানতো ! তুমি ঘৃনা করতে এই কবিকে তাই আজ আমার হাতে কিছু নেই,স্বল্প জ্ঞানের শব্দভান্ডার শেষ কবিতা লেখা ছেড়ে দেয়া ছাড়া আর কোনো উপায় ছিলোনা এই কবিতা কেউ পড়েনা এই কবিতা পড়ে কেউ বলবেনা "কবি বড্ড ভালোবাসি তোকে"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.