আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে আমি " জেনারেল মোহাম্মদ খন্দকার সাফায়াতি কাদির খরিয়াতি"

সম্মানিত মডুরা আমাকে জেনারেল করলেন। অন্যান্য ব্লগারদের "আমি জেনারেল হইছি" এইসব শিরোনাম দেখে ভাবতাম সিভিলে থেকে কিভাবে জেনারেল হয়? এটাতো সোনাবাহিনী-র ব্যাপার স্যাপার। আর ওই পদ টা শুধু বুড়াদের জন্য বরাদ্দ। অনেক পরে ব্যাপারটা ক্লিয়ার হইলাম। আর এখন আমি একজন জেনারেল, মানে সাধারণ ব্লগার। যেই জেনারেল-এর কোন বাহিনী নাই, কোন অস্ত্র নাই, কোন কামান নাই। নেই কোন ব্যাচ-বল্টু, স্যালুট দেওয়ার মতও কেউ নাই, পাওয়ার মতও কেউ নাই। তবু আমি জেনারেল.... আমি সাধারণ। ধন্যবাদ মডু এন্ড ব্লগারগণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।