আমাদের কথা খুঁজে নিন

   

ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল ২০১২

দেখতে চাই ধরনী গত বছরের মতো আবারও শুরু হতে যাচ্ছে ৩ দিন ব্যাপি ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল ২০১২। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই উৎসব। ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুইটি করে শো প্রদর্শিত হবে, প্রথম শো- ৫: ০০ থেকে ৬: ৩০ মিনিট। দ্বিতীয় শো- ৭: ০০ থেকে ৮: ৩০ মিনিট পর্যন্ত। ফেস্টিভ্যালের জন্য নিবন্ধন করতে হবে http://www.kewkradong.com/banff লিঙ্ক এর মাধ্যমে।

নিবন্ধন ও প্রবেশ একদম ফ্রি। উৎসবের জন্য একটি টি-শার্ট তৈরি করা হয়েছে। চাইলে সুভ্যিনির হিসেবে টি-শার্ট টি সংগ্রহ করতে পারেন, দাম ৫০০ টাকা। টি-শার্ট এর টাকায় ফেস্টিভ্যাল এর খরচ তোলার চেষ্টা করা হবে। গতবারের মতো এবারও দেখা যাবে বেশ কিছু দুর্ধান্ত ও উত্তেজনাকর ছবি।

হয়তো দেখা যাবে কোন দুঃসাহসী মাউন্টেনিয়ার এর পাহাড়ে উঠার দৃশ্য। অথবা কোন অভিযাত্রীর দুর্ধান্ত অভিযান। হয়তো দেখবো কোন একজন মাউন্টেনিয়ার পাহাড়ে উঠার সকল সমস্যার মোকাবেলা করেও কিভাবে পাহাড়ে উঠে যায়। হয়তো দেখবো কোন সাইক্লিস্ট এর লাফা-লাফি যাকে আমরা স্ট্যান্ট বলে থাকি। যা হয়তো আমাদের সপ্নেরও অতীত, কিন্তু সবই সত্যি এবং বাস্তব।

শুধু যে মুভিই দেখা যাবে তা নয়, হয়তো দেখা হয়ে যেতে পারে এভারেস্ট জয়ী এম এ মুহিত, নিশাত মজুমদার অথবা ওয়াসফিয়ার মতো অনেক মাউন্টেনিয়ার এর সঙ্গে। অথবা সেই সব সাইক্লিস্টদের সঙ্গে যারা দেশ-বিদেশে সাইকেল নিয়ে বিভিন্ন অ্যাডভেঞ্চার করে বেড়াচ্ছেন। সেই সব অভিযাত্রীদেরও দেখা যাবে যাঁরা বান্দরবানের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছেন, নতুন নতুন ঝর্ণা আবিষ্কারের নেশায়। আপনিও চাইলে তাঁদের সঙ্গে চা অথবা কফির মগ হাতে গল্প করতে পারেন। ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল ২০১২ স্থান: গ্যাটে ইনস্টিটিউট, বাড়ী- ১০, সড়ক- ৯, ধানমন্ডী মাঠ এর পাশে।

আয়োজক কেওক্রাডং বাংলাদেশ (http://www.kewkradong.com/) সহায়ক লিঙ্ক: Click This Link । মো: শরীফুল ইসলাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।