বিং হিউম্যান যারা Adventure প্রিয়, যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন বন বনান্তরে এবং যারা Natural Photographer বা Wild Life Photographer তাদের জন্য এর চেয়ে ভালো স্থান হতে পারেনা। চাইলে যে কেউ ঘুরে আসতে পারেন।
বাংলাদেশের একমাত্র Swamp Forest বা জলার বন রাতারগুল। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে এ জলার বনের অবস্থান। সিলেট নগরী থেকে এ দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার।
অনিন্দ্য সুন্দর এ বিশাল বনের গাছ-গাছালির বেশিরভাগ অংশই বছরের সাত মাস থাকে পানির নিচে। ১৯৭৩ সালে রাতারগুলকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। রাতারগুলের আয়তন প্রায় ৩৩১ একর। বিশাল এ বনে রয়েছে জারুল, করচ, কদম, বরুণ, পিটালি, হিজল, অর্জুন, জালি বেত ও মুর্তা বেতসহ পানিসহিষ্ণু প্রায় ২৫ প্রজাতির উদ্ভিদ। পাখির মধ্যে রয়েছে সাদা বক, মাছরাঙা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, টুপি, ঘুঘু, চিল, বাজ, শকুন, বালিহাঁস প্রভৃতি।
সাপের মধ্যে রয়েছে অজগর, গো-সাপ, গোখরা, জলধুড়াসহ বিষাক্ত অনেক প্রজাতি। বর্ষার বনের ভেতর পানি ঢুকলে এসব সাপ গাছের উপর ওঠে। বনের ভেতর দাপিয়ে বেড়ায় মেছোবাঘ, কাঠবিড়ালি, বানর, ভোঁদড়, শিয়ালসহ নানা প্রজাতির বন্যপ্রাণী।
বিঃ দ্রঃ সারা পৃথিবীতে Swamp Forest বা জলার বন রয়েছে ২২টি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।