পুরো নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস । জন্ম ৭ই জুন , ১৯৭৪
সালে ,যুক্তরাজ্যে । বাবা মা উভয়েই ছিলেন রাজনীতিবিদ ।
আয়ারল্যান্ডে বেড়ে উঠেন ৪ বছর পর্যন্ত । বাল্যকালেই
বাবার কাছে শিখে ফেলেন নৌকা চালানো ও পর্বতারোহণ ।
৮ বছর বয়সে বাবা তাকে মাউন্ট এভারেষ্টের একটি ফটো দেন
। তখনি তার মনে গেঁথে যায় এভারেষ্ট জয়ের স্বপ্ন ।
কৈশোরে শিখেন স্কাই ডাইভিং এবং মার্শাল আর্ট । স্কুল
লেভেল শেষ করে ঢুকেন সেনাবাহিনীতে । এ সময়
তিনি বিভিন্ন পরিবেশে বেঁচে থাকার কলাকৌশল গুলো রপ্ত
করেন ।
১৯৯৬ সালে একটি প্যারাশুট দূর্ঘটনার শিকার
হয়ে হাঁটতে অসমর্থ হয়ে পড়েন এবং সেনাবাহিনী থেকে অবসর
নেন । যখন ভাবা হচ্ছিল তিনি আর হাটতে পারবেন না , তখন
সবাইকে অবাক করে দিয়ে মাত্র ১৩ মাসে হাঁটাচলা শুরু করেন
। এর পাঁচ মাস পর জয় করেন শৈশবের লালিত স্বপ্ন মাউন্ট
এভারেষ্ট কে । মাত্র ২৩ বছর বয়স ছিল তখন তার ।
এটি সর্বপ্রথম এভারেষ্টে সবচেয়ে কম বয়সে উঠার
বিশ্বরেকর্ড ।
এরপর তার রেকর্ড আরো দুজন ভাঙে ।
এছাড়াও তিনি ভিক্টোরিয়া ফলসের হাজার হাজার ফুট
উপরে কিছু সহযোগীকে নিয়ে একটি প্যারাশুট পার্টি করেন ,
যা কিনা আরেকটি বিশ্বরেকর্ড ! ২০০৪
সালে তাকে লেফটেন্যান্ট কমান্ডার উপাধিতে সম্মানিত
করা হয় । ২০০৫ সালে তিনি এগারজন
সহযোগীকে নিয়ে সাহারা মরুভূমিতে একটি সারভাইভল মিশন
চালান । এটি যুক্তরাষ্ট্রের চ্যানেল ফোরসহ
আরো কয়েকটি চ্যানেলে দেখান হয় । এরপর তিনি চ্যানেল
ফোরের সাথে চুক্তিবদ্ধ হন
এবং তাকে নিয়ে একটি টিভি প্রোগাম বানানো হয় , যা 'বর্ন
সারভাইভর' নামে পরিচিত ।
এই অনুষ্ঠানটি কানাডা ,
ইন্ডিয়াসহ কয়েকটি দেশে 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'
নামে সুপরিচিত । ২০০৬ থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত
তিনি চ্যানেল ফোর তখা ডিসকভারি চ্যানেলের
সাথে চুক্তিবদ্ধ থাকেন এবং মতের অমিল হওয়াতে চ্যানেল
ফোর এ অনুষ্ঠানটি বানানো বন্ধ করে দেয় । সারা বিশ্বে 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' এর দর্শক প্রায় ১.২
বিলিয়ন । ব্যাক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক
এবং 'বেয়ার' নামটি তার স্ত্রীর দেয়া !
তিনি কয়েকটি বই লিখেছেন যার প্রতিটিই বেষ্ট সেলার ।
ছোটদের জন্যও অনেক বই লিখেছেন ।
বিভিন্ন চ্যারিটি ,
স্কাউট এবং মিডিয়া প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত ।
তিনি প্রথম টিভিতে আসেন একটি ডিওডোরান্ট এর
বিজ্ঞাপনের মাধ্যমে । কয়েকটি টিভি সাক্ষাত্কার অনুষ্ঠানেও
তিনি এসেছেন তার মধ্যে অন্যতম
হচ্ছে 'অপেরা উইনফ্রে শো' । তিনি 'ক্ল্যাশ অব
দ্যা টাইটান' ছবিতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন । কিন্তু
তিনি আগ্রহী ছিলেননা এ ব্যাপারে ।
" আমি বেয়ার গ্রিলস , আমি আপনাদের
দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয় । "
এডভেঞ্চারার ও রোমাঞ্চ প্রিয় যারা আছেন ,
তারা একথা শুনে শিহরিত হন না ,
এমনটা হয়তো পাওয়া যাবেনা !! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।