পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! ♣♣♣♣ কেউ যদি স্বেচ্ছায় অসীমতায় ঝাঁপ দেয়, পৃথিবীর আর সবাই পারবে কি বাঁচাতে? আঁধার কে দেয়াল করে কেউ যদি সুখ চায়, রংধনু পারবেকি সাত রং সাজাতে? ♣♣♣♣ অস্থির বিহবল চঞ্চল অতল নৈরাশ্যের বোঝা নিয়ে চলছে --- সে একা পথে !! অনমনে ভাবছে ...... না পাবার ব্যর্থতা আর পাবার ব্যাকুলতাই শতাব্দীর সবচেয়ে বড় ট্র্যাজেডি !! কি অদ্ভুত অবান্তর ভাবনা , সে কি তা জানে ???? ☻ হিম হিম কুয়াশায় আমি তোমাকে খুজে মরি জানি না কখন তুমি বরফ হয়ে গেছ !! :O :O ☺ চুলের মতো কষ্টও যেন বাড়ে প্রতিদিন আহা, চুলের মতোও কেটে-ছেটে কষ্টেও যদি আগলে রাখা যেত। :O ফুলের সুবাস হারিয়ে যায় পাখির গান থেমে যায় জ্যোৎস্নাও স্লান হয় আমার প্রেমই শুধু জেগে থাকে চিরকাল !!! সমুদ্র-মন পাইনি বলে আকাশ-মনকে খুঁজি তুমি আমার আকাশ- ভরা হাজার তারার সাজি !!! আমার ফেইচবুকে পুষ্ট করা থেকে সংগ্রিহত হইলো !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।