সরকারের বিভিন্ন বাহিনী দিয়ে ঘটনাস্থল থেকে লাশ সরিয়ে ফেলা ও গুম করার আশঙ্কায় সাভারের রানা প্লাজার সামনে স্বজনদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। সাভার সিএমএইচে নিয়ে গিয়ে লাশ গুম করা হচ্ছে বলে ঘটনাস্থলে স্বজনহারানো বিক্ষুব্ধরা অভিযোগ করেছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই স্বজনের লাশ সরিয়ে ফেলা ও গুমের অভিযোগে অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে মিছিল করে আসছিল স্বজনরা। পরে ঐদিন রাত পৌনে দুইটার দিকে তারা রানা প্লাজার সামনে মিছিল করলে পুলিশ মিঠিলে লাঠিচার্জ করে। ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিদর্শনে আসা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের উপস্থিতিতেই এ ঘটনা ঘটায় পুলিশ।
মিছিলকারীদের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই লাশ সরিয়ে ফেলা হচ্ছে। এর আগে অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটে যেসব লাশ সকাল থেকে বিদ্যালয় মাঠে রাখার পরেও কেউ চিহ্নিত করতে পারেনি আঞ্জুমানের পিকআপ ভ্যানে সেগুলো তুলতে শুরু করলে ট্রাজেডিতে নিহত ও চাপা পড়া শ্রমিকদের স্বজনরা বাধা দেয়। এ সময় তারা বিভিন্ন গাড়িও তল্ল¬াশি করে। এ সময় ওই স্কুল মাঠে অপেক্ষমাণ কয়েকশ’ স্বজন আঞ্জুমানের পিকআপ ভ্যানকে আটকে ফেলে। উত্তেজিত জনতা লাশ নিয়ে আঞ্জুমানে মফিদুলের গাড়ি যেন যেতে না পারে সে জন্য স্কুলের গেট অবরোধ করে রাখে।
এসময় সাভার রাজাশন এলাকার নিখোঁজ এক গার্মেন্টস কর্মীর বিক্ষুব্ধ স্বামী জয়নাল বলেন, আমার স্ত্রী মমতাজ বেগমের লাশও সরিয়ে নেয়া হয়েছে। তিনি বলেন, প্রথমে তার স্ত্রীর লাশ সাভার সিএমএইচে নেয়া হয়। সেখান থেকে পরে তাকে লাশ দেয়া হবে বলা হলেও এখন সেখানে কোন লাশ নেই বলে তাকে জানানো হয়। সেখানে লাশ গুম করে ফেলা হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, এভাবে আমার স্ত্রীর মতো অনেকের লাশই আর্মি সরিয়ে নিয়েছে।
তবে লাশ সরানোর অভিযোগ অস্বীকার করে সাভার পুলিশের এডিসি শ্যামল কুমার মুখার্জি বলেন, কোনো লাশই সরানো হচ্ছে না। যেসব লাশ চিহ্নিত করার তেমন কোনো সম্ভাবনা নেই সেগুলো ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে এগুলোর ডিএনও সংরক্ষণ করা হবে। যাতে ভবিষ্যতে পরিবারের লোকদের কাছে তা হস্তান্তর করা যায়।
খুবই অবাক লাগে! কেউ জীবণ বাজিরেখে লাশ উদ্ধার করে আর কেউ তা নিজেদের স্বার্থে গুম করে! এটায় কি আমাদের সেই শোনার বাংলাদেশ??
সুত্র: Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।