আমাদের কথা খুঁজে নিন

   

আল কোরআনের আলো-হযরত মুহাম্মাদ (সা)-এর উপর অবতির্ন প্রথম অহি পড়!

ইকরা বিসমি রাব্বিকাল লাজি খালাক..... (হে মুহাম্মাদ), তুমি পড়, তোমার মালিকের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাধা রক্ত থেকে, ছবি- মাতৃগর্ভে ভ্রূন গঠনের প্রাথমীক স্তরে জমাটবাঁধা রক্তাপিন্ড তুমি পড়ো এবং তোমার মালিক বড়োই মেহেরবান। তিনি মানুষকে কলম দ্বারাই(জ্ঞান-বিজ্ঞান) শিখিয়েছেন। তিনি মানুষকে (এমন সবকিছু) শিখিয়েছেন যা (তিনি না শেখালে) সে কখনো যানতে পারত না।(আর) হ্যাঁ, এ মানুষটিই (বড়ো হয়ে) বিদ্রোহে মেতে উঠে। সে দেখতে পায় তার যেন (এখন আর) কোন আভাব নেই। আথচ (এ নির্বোধ ভেবে দেখে না) একদিন তার মালিকের দিকেই (তার) প্রত্যাবর্তণ হবে। তুমি কি সে (দাম্ভিক) ব্যক্তিটিকে দেখেছো যে তাকে বাঁধা দিল- (বাঁধা দিলো (আল্লাহ) এক বান্দাকে যে নামাজ(সালাত) পড়ছিল; তুমি কি দেখেছ, সে কি সঠিক পথের উপর আছে, কিংবা সে কি (অন্যদের আল্লাহ তায়ালাকে) ভয় করার আদেশ দেয়? সে ব্যক্তি সস্পর্কে তুমি কি মনে কর যে (আল্লাহকে) মিথ্যা প্রতিপন্ন করে এবং (তার থেকে) মুখ ফিরিয়ে নেয়; এ (দাম্ভিক) লোকটি কি জানে না আল্লাহ তায়ালা (তার সবকিছুই) পর্যবেক্ষণ করছেন; (কিছুতেই) না, যদি সে (এ থেকে) ফিরে না আসে, তাহলে অবশ্যই তাকে আমি (তার) সন্মুখভাগের চুলের গোছা ধরে হেঁচড়াবো, (তুমি কি জানো সে কে যার চুল ধরে আমি হেঁচড়াবো?) সে হচ্ছে (আমাকে) মিথ্যা প্রতিপন্নকারী না-ফরমান ব্যক্তিটি, সে অতএব (আজ বাঁচার জন্য) তার সঙ্গী-সাথীদের ডেকে আনুক, আমিও তার জন্যে (আযাবের) ফেরেস্তাদের ডাক দেবো, কখোনোও নয়; তুমি কিছুতেই তার অনুসরণ করো না, তুমি (বরং) তোমার মালিকের সামনে সেজদাবনত হও এবং তার নৈকট্য লাভ করো। সুরা আল আলাক(৯৬/১-১৯)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।