আমাদের কথা খুঁজে নিন

   

গাজাযুদ্ধে বিজয়ী হল কে- ইসরাইল না হামাস?

ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার উপর পৈশাচিক হামলা বন্ধে সম্মত হওয়ায় বিজয়ের আনন্দে ভাসছে গাজা উপত্যকা। বুধবার রাতে মিশরের রাজধানী কায়রোয় যুদ্ধবিরতির কথা ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে গাজা উপত্যকা ও পশ্চিমতীরের বিভিন্ন শহরের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন। উল্লসিত জনতা 'প্রতিরোধ সংগ্রামের বিজয় হয়েছে' বলে আনন্দ মিছিলে অংশ নেন। গাজার অধিবাসী নাসিম হামদুনা বলেন, "আমরা এতদিন কারাগারে বন্দি ছিলাম। বোমাবর্ষণ ও যুদ্ধ বন্ধ হওয়ায় আমি আনন্দ ধরে রাখতে পারছি না।

" হামাসের অন্যতম সিনিয়র নেতা আহমেদ বাহার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছেন, "প্রতিরোধ সংগ্রামীরা ইসরাইলের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। এর মাধ্যমে গোটা ফিলিস্তিনকে ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত করার পথ সুগম হয়েছে। " অন্যদিকে ইসরাইলের বিরোধী দলীয় নেতা শাওল মোফাজসহ একাধিক নেতা বলেছেন, গাজায় ইসরাইল পরাজিত হয়েছে। প্রশ্ন আসতে পারে ১৬০ জন জন ফিলিস্তিনিকে হত্যা, ১২০০জনকে আহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও তেলআবিব কিভাবে পরাজিত হলো? এ প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে যুদ্ধবিরতির শর্তাবলীর দিকে নজর দিতে হবে। শর্ত অনুযায়ী যুদ্ধতো বন্ধ হচ্ছেই পাশাপাশি গত কয়েক বছর ধরে চলা গাজা অবরোধও তুলে নেয়া হচ্ছে।

এর ফলে ফিলিস্তিন স্বাধীনতার দিকে আরো একধাপ এগিয়ে গেল।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.