অরুণালোক একটা সুন্দর বাড়ির স্বপ্ন সব মানুষের ভেতরেই থাকে। কিন্তু সে বাড়ি নির্মাণ করতে যেয়ে প্রকৃতি ধ্বংস হতে বসেছে। একটা দেশের জন্য ২৫% বনভূমি দরকার, সেখানে আমাদের দেশে ১২% বনভূমি নেই। ফলে গাছপালাসহ পশু-পাখি, কীট-পতঙ্গ বিলুপ্ত হতে বসেছে। বাসস্থানের প্রয়োজনে মানুষ বনজঙ্গল কেটে ফেলছে, নদী-নালা-খাল-বিল ভরাট করে ফেলছে।
বাংলাদেশের জমি বাড়ছে না কিন্তু বাড়ছে মানুষ। বিপুল সংখ্যাক এসব মানুষের বাসস্থানের সংকট প্রকট হয়ে দেখা দিয়েছে। ঘরবাড়ি তৈরি করার জন্য ফসলী জমিও বাদ যাচ্ছে না। ছবির এ প্রজাপতিগুলোকে একসময় খুব দেখা যেত, এখন ততোটা চোখে পড়ে না। সাদা চোখে এগুলোর গুরুত্ব নিরূপণ করা যাবে না কিন্তু একটু গভীরে ভাবলেই বোঝা যাবে ফসলের পরাগায়ণের জন্য এসব পতঙ্গের ভূমিকা কতোটা জরুরী।
পরিবেশের ভারসাম্য রক্ষার কথা নাই বা বললাম। ছবিগুলো ঢাকার অদূরে ধামরাই’র ইসলামপুর থেকে তোলা। তৈয়ব খান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।