আমাদের কথা খুঁজে নিন

   

কাসবের ফাঁসি কার্যকর... ওকে ৬০ বার ফাঁসি দিতে পারলে শান্তি পেতাম

মুম্বাই হামলার একমাত্র জীবিত আসামি আজমল কাসবের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি ফাঁসি না দিয়ে বাঁচিয়ে রেখে তিলে তিলে নির্যাতন করে মৃত্য নিশ্চিত করা যেতো। ওর একবারের ফাঁসিতে মৃত্যু দিয়ে অতগুলো আত্মা শান্তি পেয়েছে কি ... ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গত ৫ নভেম্বর তার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেয়ার পর বুধবার সকাল সাড়ে ৭টায় পুনের ইয়েরাওয়াদা কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয় বলে জানিয়েছে এনডিটিভি। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেল, রেল স্টেশনসহ কয়েকটি স্থানে হামলা চালায় লস্কর- ই- তৈয়বার জঙ্গিরা। ওই হামলায় অন্তত ১৬৬ জন নিহত হন।

নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ হামলাকারীও মারা যায়। ওই ঘটনায় কেবল একজন হামলাকারীই আহত অবস্থায় ধরা পড়েন। জীবিত ওই হামলাকারীই কাসব। কাসব মুম্বাই রেল স্টেশনের হামলায় অংশ নিয়েছেন এবং ৫২ জন মানুষকে হত্যা করেছেন বলে বিচারের সময় আদালতে জানানো হয়। আদালতে ৮০টি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন, যার মধ্যে খুন ও ভারত রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হওয়ার অভিযোগও ছিল।

২০১০ সালের মে মাসে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয় আদালত। সর্বোচ্চ আদালত তার প্রাণভিক্ষার আবেদন খারিজ করার পর ভারতীয় রাষ্ট্রপতিও ওই আবেদন প্রত্যাখ্যান করেন। মুম্বাইয়ে হামলার এক ভিডিওতে কাসবকে পিঠে ব্যাগ বেঁধে একে-৪৭ রাইফেল হাতে মুম্বাইয়ের প্রধান রেলস্টেশনে হাঁটতে দেখা যায়। হামলায় ওই স্টেশনটিতে প্রায় ৬০ জন সাধারণ মানুষ নিহত হন। তিনদিন ধরে পরিচালিত এই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধাবস্থা তৈরি হয়।

চলামান দ্বিপক্ষীয় সব আলোচনাও স্থগিত হয়ে যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।