Doing job. ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে শতক করেছেন আবুল হাসান রাজু। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনা টেস্টের প্রথম দিন শেষে ১০০ রানে অপরাজিত আছেন তিনি।
আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দশ নম্বরে ব্যাট করতে নেমে শতক পেলেন এই ক্রিকেটার।
শাহাদাত হোসেনের বদলে খুলনায় জীবনের প্রথম টেস্ট খেলতে নামেন এর আগে দেশের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলা এই পেসার। দেশের ৬৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়েছেন তিনি।
দশম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ভারতের বিপক্ষে চট্টগ্রামে মাশরাফি বিন মুর্তজা ও শাহাদাত ৭৪ রানের জুটি গড়েন। ১৩টি চার আর ৩টি ছক্কায় শতক করতে হাসান খেলেছেন ১০৬ বল।
বাংলাদেশের হয়ে অভিষেকে এর আগে আমিনুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল শতক করেন। আমিনুল ভারতের বিপক্ষে ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টে ও আশরাফুল ২০০১ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে শতক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।