দেশটা আমাদের। এর জন্য ভাল কিছু করতে হলে আমাদেরই করতে হবে। Mail:rabiul@gmail.com কয় দিন আগের ঘটনা। বংলালিংক আমাদের অফিসে The Amazing Spiderman মুভিটি দেখার জন্য ২০ টি টিকেট দিয়ে যায়। অফিসের যারা মুভি পাগল তাদের অধিকাংশ মুভিটি দেখে ফেলায় কেঊ আর ২য় বার দেখতে আগ্রহী নয়।
আর আমি মূলত ব্লগে এই ছবির রিভিউ পড়ে আমিও তেমন আগ্রহী নই দেখতে। ব্লগ পড়ে বুঝতে পারছিলাম এটা ঠিক 3D মুভি নয়। এটাকে ২.৭৫ডি বলা যায়। কিন্তু এত গুলো টিকেট কি বাতিল হয়ে যাবে?কলিগদের অনুরোধে শেষ পযন্ত আমি সহ কোন মতে ১০ জন রাজী মুভিটি দেখতে।
৭ঃ১৫ তে মুভি শুরু হবে।
আনেক আগেই বসুন্ধরা সিটিতে হাজির হলেও মুভি শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমরা সবাই প্রবেশ করলাম। প্রবেশ করার সময় এক হাতে পেপসির ক্যান আরেক হাতে পপকর্ণ ধরিয়ে দিল কতৃপক্ষ। আরেকটু সামনে যেতে একজন 3D চশমা দিল সেটা হাতের সাইডে কোন মতে ধরলাম। আর একজন সসের মতো একটা প্যাকেট দিতে চাইলো। হাতে আর জায়গা নেই দেখে তাকে পকেটে ঢুকিয়ে দিতে অনুরোধ করলাম।
সে পকেটে একটা প্যাকেট ঢূকিয়ে দিল। তাড়াহুড়ো করে প্রবেশ করার ফলে তখন আর খেয়াল করি নাই পকেটে কিসের প্যাকেট দিল। হলে ঢুকতেই বাংলালিংক এর লোকেরা সিট দেখিয়ে দিল। বসে পড়লাম। বসার কিছুক্ষনের মধ্যই মুভি শুরু হয়ে গেল।
মুভি দেখায় মনোযোগ দিলাম।
অন্ধকার হল রুম। মুভি চলছে। পপকর্ণ একপাশে রেখে একটু একটু করে খাচ্ছিলাম। পাশ থেকে অফিস কলিগ বলে উঠল আচ্ছা এই প্যাকেটা কিসের প্যাকেট? আমার মনে পড়ল শেষের দিকে আমার পকেটেও তো এই রকম একটা প্যাকেট ঢুকিয়ে দেয়া হয়েছে।
আমি প্যাকেট টা বের করলাম। অন্ধকারে কিছুই বুঝা যাচ্ছিলো না। আন্দাজে ভাবছিলাম কিসের প্যাকেট হতে পারে। হঠাত মনে হল আরে আমি কি বোকা!!!পপকর্ণ এর সাথে হয়তো সস দিয়েছে। এটা বুঝতে এত টাইম লাগে নাকি।
পপকর্ন আর সস মিলিয়ে আস্তে আস্তে খাওয়া যাবে। কলিগকে বল্লাম ওটা সসের প্যাকেট।
কিছুক্ষণ পর আমার প্যাকেটা খুলতে মন চাইলো। পকেট থেকে প্যাকেটা বের করলাম। হাতে নিয়ে মনে হল ভিতরে কেমন জানি একটু শক্ত।
আমসত্ব বলে মনে হলো। যা হোক প্যকেটে যেটাই থাকুক ওইটা খাবারের জিনিষ এতে মনে কোন সন্দেহ নেই। দাত দিয়ে পাকেটের এক পাশ টেনে ছিড়ে ফেললাম। প্যাকেটের মুখে ঠোট লাগিয়ে দিলাম টান। যাই থাকুক মুখে চলে আসবে।
প্যাকেটের ভিতর থেকে পানিয় টাইপের কিছু মুখে ঢুকল। এই সর্বনাশ!!!কেমন জানি সবানের গন্ধ । ভিতরে তো তাহলে অন্য জিনিষ। জিনিষ টা কি হতে পারে বুঝতে এক সেকেন্ডও দেরি হলো না। এখন মুখের ভিতরের থু থু কই ফেলি।
খেয়ে ফেললে পেটে না সমস্যা হয়। হলের এক বারে উপরে সিট হওয়ায় এইখান থেকে এত মানুষ টপকে বের হতেও সময় লাগবে। আমার এই মুহূর্তে হল থেকে বের হওয়ারও ইচ্ছা নেই। শেষে পপকর্ণ এর প্যাকেটেই কয়েক দফা থু থু ফেলে শান্তি। পেপসিটা শেষ করে ফেললাম।
কিছুক্ষন পর কলিগের প্রশ্ন এই সসটা কেমন?বেশি ঝাল নাকি?খাওয়া যাবে তো?ও আবার ঝাল পছন্দ করে না। মনের মধ্য প্রথমে শয়তানি করার ইচ্ছা হলেও পরে ভাবলাম থাক? শয়তানি করে লাভ নেই। সত্য কথা এই মুহূর্তে বলাটাও ঠিক হবে না। সব কলিগরা এক সাথে হাসা হাসি শুরু করবে। বল্লাম সসটা ঝাল নয়।
তবে সাদটা কেমন জানি!!!!এখন খেলে আর কিছু খেতে ভাল লাগবে না।
আচ্ছা আপনারাই বলেন পপকর্ণ এর সাথে সসের প্যাকেটের মতো একটা প্যাকেট দিলে সেটা কি হতে পারে?সসই তো হবে। নাকি?প্যকেটের ছবি দেখে কিছু বুঝতে পারেন কিনা বলেন?
ওই অফিস কলিগ অবশ্য প্যাকেট টা আর হলের ভিতর খুলেনি। আজ অফিস থেকে তার প্যাকেট টা নিয়ে ছবি সহ দিলাম। হায়!!!এটা ছিল ওয়েট টিস্যু পেপার।
আমাদের এক অফিস কলিগ 3D মুভি কখনো দেখেন নি। ঊনাকে বল্লাম ভাই চলেন। ইফেক্ট দেখলে ভয় পাবেন। একবারে মনে হবে গায়ের উপর এসে পড়ছে। উনি গেলেন।
মুভির 3D ইফেক্ট দেখে উনি বেশ সন্তুষ্ট। ছবির শেষ মুহূর্তে Spiderman ওয়েব ছুড়ে যা দেখলে মনে হয় গায়ের উপর এসে পড়ছে। হল থেকে বের হয়ে উনাকে জিজ্ঞাসা করলাম শেষ সিন দেখে উনি ভয় পেয়েছেন কিনা?কেমন লাগল শেষ সিন। উনি বলেন আমি তো ভয় যাতে না পাই তাই চশমা আগেই খুলে রেখেছিলাম। ওরা আমাকে ভয় দেখাতে চেয়েছিল।
ভয় দেখাতে পারে নি। আমি জিতেছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।