এ.কে.এম. কলেজ পটুয়াখালী ২০০৬ সালের কৃতী শিক্ষার্থী, সদা হাস্যজ্বোল আমাদের প্রিয় বন্ধু K M Saidul Alom আমাদের ছেরে চির তরে চলে গেছে। গতকাল মধ্যরাতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আমাদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে যায়। এইচ এস সি পরীক্ষা দিয়ে আমরা একই সাথে লঞ্চে করে ঢাকা এসে ছিলাম কোন ভাল প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য কোচিং করতে। আমরা প্রথাগত ভাবে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভর্তি হলেও সে বেছে মেরিন ইঞ্জিনিয়ারিং পেশা। তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে জায়গা করে নিয়েছিল চট্টগ্রামের মেরিন একাডেমিতে।
পড়াশোনা শেষ করে একজন দক্ষ মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে পেশাগতজীবন শুরু করেছিল। প্রশান্ত, আটল্যান্টিক, ভারত
মহাসাগরকে জয় করে দূরন্তভাবে এগিয়ে যাচ্ছিল তার পেশাগত জীবন। কয়েক বছরের পেশাগত জীবনেই ভ্রমন করেছিল ইউরোপ আমেরিকা ও দূর প্রাচ্যের অনেকগুলো দেশ। উত্তাল তরঙ্গ দূর্গম পথ কোন কিছুই দমাতে পারে নি তাকে। কিন্তু তিলে তিলে গরে তোলা একটি সুন্দর জীবন একটি স্বর্নালি ভবিষ্যত কত সহজে বাসের নিচে পিষ্ঠ হল।
দুর্ভাগ্য আমাদের আমাদের আমরা মানুষ হিসেবে জন্ম গ্রহন করেছি গরু ছাগল হয়ে জন্মালে হয়ত রেহাই পেতাম। সাইদুল তুই চলে গেলি আমাদের ছেরে না ফেরার দেশে কিন্তু জালিয়ে গেলি তোর স্মৃতিগুলো যা আমাদের সারা জীবন কাদিঁয়ে যাবে। আল্লাহ্ তোর বেহেশত নছিব করুন। আমিন.....................
এতক্ষনে অন্তিম শয়নে শায়িত হয়ে গেছে আমাদের প্রিয় বন্ধু সাইদুল পটুয়াখালীর গলাচিপা থানার এক নিভৃত পল্লীতে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।