আমাদের কথা খুঁজে নিন

   

"আমরা শান্তিপুর্নভাবে তাদের দিকে মিসাইল,রকেট ছুড়ছিলাম তারা বর্বরের মতো আমাদের দিকে ইট পাথর ছুড়ছিল "

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায় আসুন নিজ গৃহে পরবাসী হবার একটা গল্প শুনি : গ্রামের মাথায় ফিলিস্তিন নামক এক লোক তার পরিবার নিয়ে বসবাস করত । বাড়ীটি এতদিন পাড়ার মাস্তান ইংল্যান্ড জবর দখল করে রেখেছিল । মাত্রই সালিশী বিচার করে মুক্ত হল ফিলিস্তিন । হটাত করে ইজরাইল নামক এক দুষ্ট চোরের আবির্ভাব হল গ্রামে । তার নিজের থাকার কোন জায়গা ছিল না ।

সোজা কথায় বলা যায় যেখানে রাইত সেখানেই কাইত । এর রান্নাঘরে ,তার গোয়াল ঘরেই ছিল তার যাযাবর সংসার । হটাত তাকে ঘিরে গায়ের মোড়ল যুক্তরাষ্ট্রের এক দুষ্ট বুদ্ধির উদয় হল । জন্মগত ভাবে গায়ের মোড়ল আর চোর উভয়ই একই অর্থাত জারজ সম্প্রদায়ের। তাই তাদের গলায় গলায় পিরীত লক্ষনীয় ।

তো যাই হোক এই দু সম্পর্কের জারজ ভাইটির একটা থাকার গতি করার জন্য উঠে পড়ে লাগল মোড়ল যুক্তরাষ্ট্র আর তাদের সাথে যোগ দিল মোড়লের খাসী খাওয়ার চেয়ারম্যান জাতিসংঘ । পুরো তল্লাট খুজে খুজে অবশেষে পেল নিরীহ বান্দা ফিলিস্তিনকে । তাকেই তার বাড়ী থেকে উতখাত করতে হবে । দুস্কর্মের অংশ হিসাবে প্রথমে ফিলিস্তিনকে তার ভাইদের (মিশর,সিরিয়া) কাছ থেকে বিচ্ছিন্ন করা হল। গাজার জন্য মরিয়া হয়ে উঠল মিশর ,সিরিয়া আর তাদের নানা ভাই আরবলীগ ।

দুষ্ট চোর এবার খোচাতে রক্তাত্ব করল শান্ত ফিলিস্তিনকে । একপর্যায়ে বাধ্য হয়ে স্ব জাতীয় নানা ভাই আরবলীগের দারস্ত হলেন তিনি । অন্যদিকে নানা ভাইয়ের সাথে আবার চেয়ারমেনের শালীর অবৈধ প্রেম । ফলাফল নামমাত্র বিচারে মধ্যস্ততাকরা হল যে ফিলিস্তিন তার বাড়ীর এক অংশে ইজরাইলকে থাকতে দিবে বিনিময়ে ইজরাইল আর কোনরুপ খোচাখুচি করবে না । সান্তনা সরুপ বলা হল ফিলিস্তিন যদি এই চুক্তিতে রাজী হয় তবে তার যে কোন অভাব অভিযোগ চেয়ার ম্যান আর নানাভাই সমাধান করে দেবেন।

উপায়ন্তর না দেখে ফিলিস্তিন রাজী হয়ে গেল । তাতেও যদি শান্তি হয় । কিন্তু থাকার একটু জায়গা আর জারজ মোড়লের খুটি পেয়ে দুষ্ট চোর এবার হিংস্র ডাকাত হয়ে গেল । চেয়ারমেন অন্য সালীশিতে ব্যাস্ত,নানা ভাই তেলের ব্যাবসার দেনদরবার করে। আর অন্যদিকে মোড়লের হাওয়ায় ইজরায়েল তার সিমানা ভাঙ্গতে থাকে।

ইজরায়েলের সিমানার মধ্যে পড়ে গিয়েছিল ফিলিস্তিনের কিছু বংশধর । তারা প্রতিদিন নিজ সংসাসে ফিরতে চায়। তাদের ফিরতে দেয়া হয় না । খাবার আটকে দেয়া হয়,নির্যাতন করা হয়,অহেতুক গুলি করে পাখির মতো হত্যা করা হয়। ঠেলতে ঠেলতে ফিলিস্তিনকে একেবারে গোয়াল ঘরে জায়গা দেয়া হয় ।

তাতেও সাধ মেটে না হিংস্র ডাকাত আর জারজ মোড়লের। এবার পুরো জমিটাই তার চাই । রক্তপিপাশু ডাকাত বলে "আমরা শান্তিপুর্নভাবে তাদের দিকে মিসাইল,রকেট ছুড়ছিলাম তারা বর্বরের মতো আমাদের দিকে ইট পাথর ছুড়ছিল " জারজ মোড়ল বলে সাধু সাধু নানা ভাই ব্যাস্ত পরকীয় নিয়ে । সবিশেষ পৃথিবীটা যদি এমন হতো  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।