বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility খরচ সম্পর্ক আলোচনা করি নাই । তিনি তো পয়সা খরচ করেন না, বিনামূল্যেই রাখেন । কিন্তু যেহেতু আমি সামরিক কেউ ছিলাম না, তাই এটি আম ব্যাপার হবে ।
বন্দুকের প্রতি তেমন কোন মোহও নাই ।
না আছে কারউ সাথে বিরোধ ।
ব্যাপারটা হল...
বাবার পুরনো রিভলবার আর দু নলা বন্দুক রয়েছে । সখে একসময় পাখি শাকারি ছিলেন ও সামরিক ব্যক্তিত্বতায় রিভলবার বহন করতেন !
যাই হোক অবসর এর পরেও রাখেন ।
এখন তার অনেক বয়স হয়েছে, এগুলো দেখার শুনার ভার কাউকে না কাউকে নিতে হবে । একবার চিন্তা করেছেন বিক্রী করে দিবেন । বাজারে মূল্য কত জানেন কি ?
রিভলবার আর দু নলাতে সেফটি সুইচও আছে ।
কার্তুজও আছে অনেক !
এ কারনেই হয়ত এলাকায় বহুবার বহু বাড়িতে ডাকাতি হলেও আমাদের বাড়ির এই বন্দুকখ্যাতির জন্য হয় নি ।
এখন মূল কথা হল এটা রাখা কি ঠিক হবে নাকি অন্য ভাই বা বোনকে দিয়ে দেওয়াই সমিচীন হবে ?
বুঝতে পারছি না ।
যদি রেগে যাই কারউ প্রতি তাহলে তার সানডে মানডে ক্লোজ হইয়া যাইবে মনে লয় ।
যদি লাইসেন্স বাতিল করে নতুন করে করতে কি খরচ অনেক পরে এখন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।