আমাদের কথা খুঁজে নিন

   

ইসরাঈলঃ এক বিব্রতকর ইতিহাস

রিয়াল ইসরাইল নামের যে রাষ্ট্রের কথা আমরা জানি তা প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে। আজ বাইবেল থেকে আমরা জানতে পারি,ইসরাইল হচ্ছে জ্যাকব অথবা আরবীতে ইয়াকুব(আঃ)। এই নামের পিছনে একটা গল্প আছে। বাইবেল থেকে যদি আমরা এই গল্প পড়ি তাহলে এটা আমাদের কাছে সহজেই মিথ্যা বলে প্রমাণিত হবে। খ্রিষ্টানরা মনে করে, জ্যাকব নবী গড কে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে।

এবং গডের সাথে তিনি মারামারি করছিলেন। তারা একে অন্যকে পরাজিত করার চেষ্টা করছিলেন। কিন্তু গড জ্যাকবকে পরাজিত করতে সক্ষম হলেন না। যদিও তিনি গড কিন্তু যখন জ্যাকব গডকে ধরে ফেললেন, তখন গড তাকে বললেন, "দয়া করে আমাকে ছেড়ে দিন। এখনই ভোর হয়ে যাবে, আমাকে যেতে হবে।

"জ্যাকব গডকে বললেন, "আমি তোমাকে ছেড়ে দিব না যতক্ষণ না তুমি আমাকে একটা আশীর্বাদ দাও। "গড জ্যাকবকে বললেন, "তোমার নাম কি?" জ্যাকব বললেন "আমার নাম জ্যাকব। " তখন গড তাকে বললেন "এখন থেকে তোমার নাম জ্যাকব না,এখন থেকে তোমার নাম ইসরাঈল। ইহুদীরা এই মানুষটিকে গড বলে বিশ্বাস করে না। তারা মনে করে এটা একজন অ্যাঞ্জেল।

কিন্তু খ্রিষ্টানরা বলে ইনি গড। বিস্তারিত জেনেসিসঃ৩২ জ্যাকববের ১২ টা পুত্র ছিল। এবং এগুলো ছিল ইসরাইলের ১২টা গোত্র। এর অনেক বছর পর মূসা(আঃ) আসলেন। মূসা (আঃ) এই ১২টা গোত্রের একটাতে এসেছিলেন।

এই গোত্রগুলোর একটির নাম ছিল জুডা। জুডার লোকজন নিজেদের আলাদা করে পরিচিতি দেবার জন্য নিজেদের নাম দিল "ইহুদী" এবং তাদের ধর্মের নাম দিল জুডাইজম। নিচের লিংকটি দেখার অনুরোধ রইল। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.