আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াল্টন প্রিমো D1 সম্পর্কে জানতে চাচ্ছিলাম (Hands On Review)। কোন ইউসার সামু ভাই থাকলে আওয়াজ দিয়েন ।

আমার আমি আমি এখন ৭" ট্যাব ইউস করতেসি । কিন্তু 3G র সুবিধা ইউস করতে পারতেসি না কারণ ট্যাবে টু-জি সিম ইউস করা যায় । এই মাসে আব্বার কাছ থেকে কিছু টাকা পেয়ে জমানো টাকা সহ মিলিয়ে দেখলাম ৬৫০০ টাকার এদিক সেদিক হয় । চিন্তা করলাম কি করা যায় । এমনিতেই আমার ফোনের মাউথ স্পিকার প্রব্লেম করতেসে অনেক দিন ধরে । ৬৫০০ এর আশে পাশে আর ভালো সেট পেলাম না D1 বাদে । আপনারা যারা ইউসার আছেন তারা একটু যদি হেল্পান তাহলে বড়ই উপকৃত হতাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।