যদি মানুষ না হই তবে যেন আবার জন্ম নিই মানুষ হয়ে. . . বিশ্ববিখ্যাত ম্যাগাজিন NEWSWEEK এর মৃত্যু হতে যাচ্ছে। প্রকাশনার সুদীরঘ ৮০ বছর পেরিয়ে শেষ পরযন্ত ডিজিটাল প্রযুক্তির কাছে নিজেকে পুরোপুরি সঁপে দিচ্ছে স্বনাম ধন্য এই ম্যাগাজিনটি। আগামী ৩১শে ডিসেম্বর নিউজউইক এর সরবশেস সংখ্যা প্রকাশিত হওয়ার মধ্যদিয়ে বিশ্বের অন্যতম প্রভাবশালি পত্রিকাটি শেষ করতে যাচ্ছে তাদের ৮০ বছরের ছাপা প্রকাশনার ঐতিহ্য। অরথার, ৩১তারিখের পর থেকে শুধুই অনলাইনে পাওয়া যাবে এই নিউজউইক। আধো সাদা কাগজে কালো অক্ষরের মিছিল আর দেখা যাবে না হাতের মুঠোয়।
প্রকাশানার দীরঘ ৮০টি বছর অন্যতম এই ম্যাগাজিনটি পাশে দাঁড়িয়েছে বিশ্বের সংঘাত, দূরযোগ ও দারিদ্র পীড়িত মানুষের পাশে। দ্বিতীয় বিশ্বযুব্ধ তো বেটেই, বাংলাদেশেরও স্বাধীনতা যুব্ধের গণহত্যা ও আত্মত্যাগ সগৌরবে উঠে এসেছে নিউজউইকের পাতায়। বরাবরই সংগ্রামী মানুষের পামে দাঁড়িয়ে নিউজউিইক সমবেদনা ছড়িয়ে দিয়ে জাগিয়েছে বিশ্ববিবেক। কিন্তু দু:খজনক হলেও সত্য-ব্যবসায় ক্রমাগত লোকসানের মুখে পড়ে আর ছাপা পত্রিকা বাজার ছাড়তে পারছে না নিউজউইক । নিউজউইক কারন হিসেবে বলেছে, ইন্টারনেটে মানুষ পত্রিকা পড়লেও কমে গেছে তাদের ছাপা
পত্রিকার পাঠক।
গত এক দশকে পত্রিকাটির প্রচার সংখ্যা ৩১ লাখ কপি থেকে কমে দাড়িয়েছে ১৫লাখ কপিতে। অগত্যা লোকসানের হাত থেকে পত্রিকাকে বাঁচাতে নিউজউইক বন্ধ করে দিচ্ছে এর ছাপা সংস্করণ।
অধ্যাপক সাখাওযাত আলী খান বলেছেন, নিউজউইকের ছাপা বন্ধ হয়ে যাওয়ার ঘোষণায় ব্যথিত বিশ্বের লাখো পাঠক।
নিউজউইকে গত ৩১ বছর ধরে বাংলাদেশের সংবাদদাতা হিসেবে কাজ করেছেন সাংবাদিক হাসান শাহরিয়ার। এই দীরঘ করম জীবনে বাংরাদেরশর রাজনৈতিক ও প্রাকৃতিক দূরযোগ এবং দেশের সমস্যা সম্ভাবনা বহু বার তুলে ধরেছে নিউজউইক।
তিনি জানান, বেশ কয়েকবার নিউজউইকের প্রচ্ছদ প্রতিবেদন হিসেবে উঠে এসেছে বাংলাদেশের ঘটনা ।
কাল পেরিয়ে শুরু হয় আরেক কালের। সৃষ্টি হয় ধবংসের লক্ষে । এই
প্রবাদটি সত্য হলো যেনো নিউজউইকের বেলায়ও। শুভ কামনা রইলো, ছাপা পেরিয়ে ডিজিটাল প্রকাশনায়।
ভালো করুক, নিউজউইক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।