আমাদের কথা খুঁজে নিন

   

আজ নাকি পপগুরুর জন্মদিন!!---বলছে দৈনিক ইত্তেফাক

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা ইত্তেফাক আজ কি দেখালো এটা?? আজম খানের মৃত্যুদিনকে জন্মদিন বলে চালিয়ে দিল?? আমি কি লিখবো ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তুমি মাইরালা!!!! এটিই কি বাংলাদেশের আদিম প্রাচীন পত্রিকার লক্ষণ। । । ।

ভূয়াবাজীর একটা পদ্ধতি আছে তাই বলে এতোটা?? বুঝলাম পত্রিকার লোকজন গঞ্জিকা সেবন করেছে কিন্তু আইয়ূব বাচ্চুও কি দিনকানা নাকি প্রচলিত নিউজের মতো তথ্যচুরি?? হাটে হা ভেঙ্গে দিল তারা যে মিথ্যাচারের পুকুর চুরি করে........... ইত্তেফাকে আজ যা লিখেছে তা হল------- আজ পপগুরু আজম খানের জন্মদিন। জন্মদিনকে নিয়ে কখনোই কোনো আড়ম্বর ছিল না নির্মোহ এই মানুষটার। ভেতরে অসম্ভব প্রাণশক্তি নিয়ে এ দেশের স্বাধীনতা যুদ্ধের গেরিলা সৈনিকের দায়িত্ব যেমন পালন করেছেন তেমনি এ দেশের তরুণদের নতুন উন্মাদনায় বাঁচিয়ে রাখার শক্তি দিয়ে গেছেন তার অসংখ্য গানে। বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা তো রইলোই, বিনোদন প্রতিদিন-এর পাঠকদের জন্য প্রয়াত এই কিংবদন্তিকে নিয়ে সুদূর কোরিয়া থেকে ই-মেইলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এ দেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চু আইয়ুব বাচ্চু শুধুমাত্র জন্মদিনকে ঘিরে হয়তো তোমার সাথে আমার তেমন কোনো স্মৃতি নেই। কারণ তুমি জন্মদিনের আড়ম্বড়কে তেমন একটা পাত্তা দাওনি কখনও।

মনে পড়ে না তেমন কোনো বড় আড়ম্বড় নিয়ে কখনও তোমার জন্মদিন পালন করা হয়েছিল কি না...? কিন্তু তা বাদ দিয়ে কত শত স্মৃতি তুমি আমার ভেতরে রেখে গেলে... জানো কি সে হিসেব? কোনটা রেখে কোনটা বলব আজ। কীভাবে পৌঁছাব তোমারে আমার শুভাশীষ। কিছুদিন আগে এক আড্ডায় বলছিলাম। কথাটা আমি অবশ্য প্রায়ই বলি যে, আজম ভাইয়েরা সেই 'সালেকা মালেকা' শুরু করেছিল বলেই আজকের 'সেই তুমি', 'ফেরারী মন', 'উড়াল দেব আকাশে' বা মাকসুদ ভাইদের 'মেলায় যাইরে', বা মাইলসের 'ফিরিয়ে দাও'... শুনে গেয়ে সারাদেশের তরুণরা বড় হয়েছে। বেড়ে উঠেছে এক জেনারেশন।

কিন্তু এরপর কেন থমকে আছে পথ। সব কেন গোত্র বিভক্তি। সারাদেশবাসীর জন্য গান কই? গুরু হয়তো আজ তুমি থাকলে এই প্রশ্নটাই খুঁজতাম। আজম ভাইয়ের সাথে কয়টা স্মৃতির কথা বলব? তার অনেক গুলো গান করার সুযোগ, সৌভাগ্য হয়েছে আমার। সাথে একক অ্যালবামও।

কথা আর আড্ডার ভেতরেই অ্যালবামগুলো হয়েছে। মনে পড়ে প্রথম এককের কাজে হাত দেই যখন। আমি আজম ভাইকে জিজ্ঞেস করি। কী টাইপের গান করবেন একটু আইডিয়া দেন তো আজম ভাই? একগাল হেসেছিলেন তিনি। স্বভাবসুলভ দুষ্টুমিতে আমায় বলেছিলেন তুমি কম্পোজিশন করবা আর আমি তোমারে আইডিয়া দেব? এইটা কী বললা? তুমি বলবা, কবে গাইতে হবে।

কীভাবে গাইতে হবে। কখনো আমার কোনো বিষয়ে তার কোনো দ্বিমত ছিল না। যেকোনো ব্যাপারেই অনেক নতুন মিউজিশিয়ানকে তিনি আমার কাছে পাঠাতেন। 'দেখ তো বাচ্চু, ও ভালোই গায়... ওরে দিয়া কিছু করা যায় কি না। আজম ভাইয়ের কাছে আমি যেন একেবারেই সেই নির্ভরযোগ্য কেউ... একান্ত কেউ।

আজ তোমার জন্মদিন গুরু। ভালো থাকো সবসময়। আমার অন্তর থেকে শুভাশীষ তোমার জন্য। লিংকপপগুরুর জন্মদিন আজ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।