"আমায় দিয়ে কারুর ক্ষতি হয়না যেন দূনিয়ায় প্রচণ্ডের গালে প্রচণ্ড চড়!
প্রথম আলো অনলাইন ডেস্ক | তারিখ: ১৭-১১-২০১২
দিওয়ালি উপলক্ষে চা চক্রের আয়োজন বেশ জমে উঠেছিল। মধ্যমণি ছিলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী সংযুক্ত কমিউনিস্ট পার্টি অব নেপালের (মাওবাদী) চেয়ারম্যান পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড। একপর্যায়ে অজ্ঞাত এক ব্যক্তি করমর্দনের উদ্দেশ্যে প্রচণ্ডের দিকে হাত বাড়িয়ে দেন। করমর্দন শেষ হতেই ঘটে যায় অঘটন। প্রচণ্ডের গালে প্রচণ্ড থাপড় মেরে বসেন তিনি।
গতকাল শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে এ ঘটনা ঘটে। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।
কাঠমান্ডুর জেলা পুলিশ প্রধান জয়া বাহাদুর চান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, হামলাকারীর নাম পাদম কুনওয়ার। ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার তদন্ত চলছে।
হামলাকারী সংযুক্ত কমিউনিস্ট পার্টি অব নেপালের (মাওবাদী) ভেঙে যাওয়া অংশের লোক হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। গত জুনে সংযুক্ত কমিউনিস্ট পার্টি অব নেপাল ভেঙে যায়। দল থেকে বেরিয়ে যাওয়া অংশটির অভিযোগ, সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে কমিউনিস্ট বিপ্লবের আদর্শ ত্যাগ করেছেন প্রচণ্ড।
সংযুক্ত কমিউনিস্ট পার্টি অব নেপালের (মাওবাদী) মুখপাত্র এ ঘটনাকে প্রতিক্রিয়াশীল অংশের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।
ঘটনার পর মাওবাদী নেতারা প্রচণ্ডের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত্ করেছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।