আমাদের কথা খুঁজে নিন

   

সাহায্যে

আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে আমার এই লেখা টিকে পড়বেন, আমাদের গ্রামে একটি পরিবার আছে খুবই গরীিব অবস্থা ,সেই পরিবারটির সদস্য তিন জন, বাবা , মা আর তাদের আদরের একটি সন্তান (মেয়ে ৬বছর বয়স), বাবা গ্রামে ভেন ভাড়া করা ভেন গাড়ি চালায়, এই ভেন গাড়ি চালিয়ে কোন মতে পরিবারটি বেচে আছে, তাদের সেই ৬বছরের আদরের মেয়েটির ২টা কিডনি নষ্ট হয়ে গেছে, মেয়েটির বাবা দু বেলা দু মোঠো খাবার জোগার করতে হিমসিম খায়, তাদের মেয়েটির চিকিৎসা করার জন্য এত টাকা পাবে কোথায়, ডাক্তার বলেছে আমরা আপনাকে কিছু দিয়ে সাহায্যে করব কিন্তু পুরোটা দিতে পারবোনা , আর বলেছে দেশে বাহিরে নিয়ে চিকিৎসাটা করাতে হবে, তাদের আমাদের গ্রামের চেয়ারম্যান ও গ্রাম বাসিরা তাদের সাহায্যে করেছে, কিন্তু সব মিলে সর্ম্পূন টাকার জোগার হয় নি, টাকা লাগবে মোট ৮.৫০ লক্ষ টাকা, তাই আমি ১০/১১/২০১২ তারিখে গ্রামে যাই , গ্রামে যাওয়া মাত্র মেয়েটি বাবা আমাকে বলে ভাই আপনিতো মতিঝল এলাকায় চাকরি করেন আপনার সাথে তো অনেক মানুষের সাথে চেনা জানা আছে, আপনি আমার মেয়েটি কে বাচান, তার কথানুসারে আমার এলাকায়, বন্ধু ও আমার অফিসের স্যারদের কাছে ওই লোকের কথাটাকে উপস্থাপন করলাম, করার পরে বেশ ৬৫০০০ টাকা পেয়েছি, এখন আপনাদের কাছে উপস্থাপন করলাম, অসহায় মেয়েটির জন্য আপনারা যে যা পারেন নির্স্বথে সাহায়ে করেন, নিচে আমার ব্যাংকে একাইন্ট নম্বর দেওয়া হলো MD. JAMAL HOSSAIN MUTUAL TRUST BANK LTD PRINCIPAL BRANCH SAVING A/C : 0002-03100-54927

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.