আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্যর ছদ্মবেশে এক

অণুকাব্য ( আণবিক বোমা নয়!) ভয় পাওয়ার কাজ না করলে, কাউকে ভয় পেতে রাজী না আমি কোন বাজনা নই, তাই বললেই বাজি না আমি তো হজ করিনি, তাই অবশ্যই আমি হাজী না তার মানে এই নয় আমি খুব খারাপ, আমি অতটা পাজি না! আমি "সৈয়দ" বংশের ছেলে, আমি কিন্তু "কাজী" না, তোমার জন্য কোন যুদ্ধই করিনি! "শহীদ?" আর ধুর! আমি তো গাজী ই না! তুমি ঠিক বলেছ! আমি কোন কাজের কাজী না! তার মানে আমি কিন্তু সস্তা রুটি, পরটা আর ভাজি না! আমি অত নোংরা নই, বল না যে আমি দাঁত মাজি না! সব বাদ! চল না আজ দুজন একসাথে সাজি না! সব ভুলে প্রকৃতিতে একসাথে মজি না! "কালকে?" নাহ! দেরি হয়ে যাবে! যা করার চল করি আজই না! নিজের লিখা প্রথম অণুকাব্য! অথচ নিজেকে আণবিক বোমার মত বিখ্যাত(?!) মনে হচ্ছে! গর্বে যেকোনো মুহূর্তে ফেটে পড়তে পারি! :-D

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.