mail.aronno@gmail.com যুদ্ধ শেষ হয়ে আসছে, এমন ভাবছি, আর খুচরো খাতায় হুড়হুড় করে ঢুকে পড়ছে লাশ... অভ্যস্ত চোখে জেগে উঠছে স্বপ্ন নতুন, সত্যিকারের লাল রং প্রতিদিন খবরের পাতায় খুঁজে মরছি সুখ, অথচ বিভ্রান্তিরা বসত শুরু করেছে আমাদের-ই প্রিয় স্ত্রীদের মতো, যাদের আমরা কামনা করি, আবার ঘৃণাও ‘ঘৃণা’, শব্দটি এখান থেকে সরিয়ে নিলাম যেভাবে চোখ থেকে সাবলীল সরিয়ে রেখেছি হাস্যরত শিশুদের মুখ, ভবিষ্যত আকাঙ্খা আর দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ চারিদিকেই হলুদ রঙের আকাশ সেখানে উড়তে থাকা ক্ষুধার্ত শকুনের দিকে আঙুল তুলে ব্যঙ্গ সহকারে একে অপরকে বলতে থাকি, ‘উন্নয়ন’ খবরের পাতা, যা সকালের চায়ের মতোই আরামপ্রদ ও কাম্য সেখান থেকে খুঁড়ে বের আনি সমূহ নিদর্শন আর যেসব লাশ অজস্র মৃত শিশু কিংবা নির্যাতিত নারীদের আর্বজনার মত আমাদের পরিছন্ন ঘর, রাস্তা-ঘাট, অফিস-আদালত, শিক্ষালয় কিংবা বই-পুস্তক দুর্গন্ধময় করে তোলে তাদের হজম করে ফেলি ঘুমোতে যাবার আগেই এবং ঘুম, কত সহস্রাব্দের ঘুম প্রতিদিন পূর্বের চেয়ে আরও বেশি রোপণ করে যাচ্ছে তার গাঢ়তা আমরা আরাম বোধ করি আরও, নিশ্চিন্তে বন্ধ করি চোখ যেন সত্যিই স্বপ্ন দেখব অথচ, কত অনায়াস নেমে আসে সেইসব বিমান যারা রাতভর বিছানায় নিত্য-নতুন ঘুম ছিটিয়ে ভোর হতে না হতেই ঢুকে যায় আমাদের নারীদের পেটে ০৮.১২.০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।