শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান' এর পক্ষ থেকে আমরা একটি অনলাইন ব্লাড ডোনার আর্কাইভ করেছি। আর্কাইভটির নাম 'স্বেচ্ছা'. ওয়েবসাইটের ঠিকানাঃ
http://swapnotthan.org/sheccha ।
এই ওয়েবসাইটে দেশের যে কেউ যেকোনো সময় স্বেচ্ছায় রক্তদানকারী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। ওয়েবসাইটে সব রক্তদাতাদের তথ্য(ফোন নাম্বার সহ) উন্মুক্ত থাকবে, ফলে যেকোনো সময়, দেশের যেকোনো জায়গায়, যে কেউ রক্তের প্রয়োজনে, এই ওয়েবসাইট থেকে তাদের কাঙ্খিত রক্তের গ্রুপ ও এলাকা অনুযায়ী রক্তদাতাদের তথ্য সংগ্রহ করে, তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। যেমন কারো যদি সিলেটের সুরমা এলাকায় A+ রক্তের প্রয়োজন হয়, তাহলে সে এই ওয়েবসাইটে ওই নির্দিষ্ট এলাকা এবং রক্তের গ্রুপ দিয়ে সার্চ করলে, এই এলাকায় A+ গ্রপের রক্তদাতাদের(যারা গত চার মাসে রক্ত দান করেনি) ফোন নাম্বার সহ যাবতীয় তথ্য পেয়ে যাবে।
যারা রেজিস্টার্ড ডোনার হবেন, তারা সবাই ওয়েবসাইটে লগিন করে তাদের প্রোফাইলে, নিয়মিত রক্ত দানের তারিখ ও অন্যান্য তথ্য পরিবর্তন করতে পারবেন। কেউ ইচ্ছা করলে, রেজিস্ট্রেশনের সময় তার ফোন নাম্বারটি গোপন করে রাখতে পারবেন, সেক্ষেত্রে, কতৃপক্ষ ব্যাতিত অন্য কেউ তাদের ফোন নাম্বারটি দেখতে পারবেনা। সেই ডোনারদের গ্রুপের রক্তের প্রয়োজনে কেউ আমাদের কাছে রিকুয়েস্ট করলে শুধুমাত্র আমরা কতৃপক্ষ, তাদের সাথে যোগাযোগ করব। আর ডোনাররা সবাই তাদের প্রোফাইলে সর্বশেষ রক্ত দেয়ার তারিখটি আপডেট করে দিলে, পরবর্তী ৪ মাস তাদের ইনফরমেশন ওয়েবসাইটে দেখা যাবেনা, ফলে এই সময়ে কেউ তাদেরকে শুধু শুধু ফোন করে বিরক্ত করবেনা। যারা নিয়মিত স্বেচ্ছায় রক্ত দান করেন অথবা করার আগ্রহ আছে, তাদের সবাইকে এই ওয়েবসাইটটিতে নিবন্ধন করার জন্য অনুরোধ করছি।
রক্তদানকারীদের নিবন্ধনের লক্ষে আমরা গত ১০ নভেম্বর, রংপুর কারমাইকেল কলেজ প্রাঙ্গনে একটি বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষণ এবং রক্তদানে আগ্রহীদের উক্ত ওয়েবসাইটে নিবন্ধন প্রোগ্রাম করেছি। সেখানে আমরা প্রায় ২০০ জন কারমাইকেল কলেজের ছাত্রছাত্রী ও সাধারন মানুষ কে ডোনার হিসেবে নিবন্ধন করিয়েছি, সব যাদের তথ্য ওয়েবসাইটে সার্চ করলে পাওয়া যাবে। প্রোগ্রামের নিউজ লিঙ্ক
সবাই যদি স্বতঃস্ফূর্ত ভাবে এই ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করেন, তাহলে আমরা অনেক বড় একটি ব্লাড ডোনার কমিউনিটি গড়ে তুলতে পারব এবং দেশের সর্বস্তরের মানুষের মাঝে ব্লাড ডোনারদের তথ্য পৌঁছে দিতে পারব।
মানুষের প্রয়োজনে মানুষ, জীবনের প্রয়োজনে জীবন। আপনার এক ব্যাগ রক্ত হয়ত বাঁচিয়ে দেবে একজন মানুষের জীবন......... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।