নতুন নিক-এর পুরান মালিক! আজ সকাল ৭টা ১০ মিনিটে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের "অরুণোদয়ের অগ্নিসাক্ষী" সুভাষ দত্ত! রাজধানী ঢাকার রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত নিজ বাড়িতে ৮২ বছর বয়সে মারা যান তিনি; আর এর সঙ্গে সঙ্গে ইতিঘটলো বাংলা চলচ্ছিত্রের একটি যুগের - একটি অধ্যায়ের! ১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি দিনাজপুরে মামার বাড়িতে জন্ম নেয়া সুভাষ দত্তের কর্মজীবন শুরু হয় সিনেমার পোস্টার এঁকে। এরপর চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন তিনি; পরে যুক্ত হোন অভিনয়ে আর সর্রশেষে চলচ্চিত্র নির্মাণ করে তিনি পৌছে যান খ্যাতির শিখরে। কর্ম জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছিল তাঁর কর্ম-কুশলতা আর সৃজনশীলতার ছাপ যার দ্বারা তিনি লাভ করেন ঈর্ষণীয় সাফল্য। বাংলা চলচ্চিত্র একটি বিশেষ স্থান লাভের জন্য যেসকল কলা-কুশলীর নিকটে সর্ব্বোত্তভাবে ঋণী; সুভাষ দত্ত তাঁদেরই একজন। এই গুণী পরিচালকের মৃত্যুর খবর প্রকাশ হলে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় সুভাষ দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন; সেই সঙ্গে তথ্য মন্ত্রী, তথ্য সচিব, বিটিভির মহাপরিচালক সহ সংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন-ও এই মহান কর্মীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।