আমি নিতান্ত সাদমাটা মানুষ। বলারমত কোন পরিচায় নাই। নিরামিষ মানুষ । শুরু হলো হিজরী নতুন আরেকটি বছর। ইসলামের মহান নবী হযরত মুহাম্মদ (সা.) এর হিজরতের পর হতে এ সাল গননা শুরু হয়েছে।
এটা মুলত চাঁদ বছর। আর ইংরেজী বছর হল সূর্য বছর অর্থাৎ চাঁদ এবং সূর্য়ের উপর ভিত্তি করে বছর গননা হয়। জাতী গোত্র বর্ণ নির্বিশেষে সবাইকে নতুন হিজরী বছর ১৪৩৪ এর শুভেচ্ছা। এ বছরের আগামী দিনগুলো যেনো আমাদের জন্য নিয়ে আসে সুখ সমৃ্দ্ধি ও অফুরন্ত সম্ভাবনা। হিংসা বিদ্বেষ ভুলে সবাই যেনো মানবিক চেতনায় উদ্ধুদ্ধ হয়ে সম্প্রীতি বজায় রেখে চলতে পারি পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর দরবারে এই প্রর্থনা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।