আমাদের কথা খুঁজে নিন

   

প্রবোধ

যে মুখ নিয়ত পালায়......।। যতই অসহ্য হই ঘাম ঝরে তত ফুটপাত তেতে ওঠে সারাদিন রোদে সন্ধ্যায় ঘরে ফিরি ক্ষত বিক্ষত। অন্তহীন যন্তণায় রক্ত জ্বলে বুঝি তারপর নষ্ট এক গণিকার মতো অন্ধকার ডাক দেয় নিবিড় প্রবোধে আসুন বাবুজী। --আল মাহমুদ, কাব্যগ্রন্থ-লোক লোকান্তর। ছবিঃ শামসুর রাহমান আর আল মাহমুদ।নাসির আলী মামুনের তোলা ছবি। ছবি ক্রেডিট।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।