আমাদের কথা খুঁজে নিন

   

পর্ন ষ্টার সানি লিওন ভার্জিন

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। পর্ন ষ্টার সানি লিওন যদি দাবী করে সে ভার্জিন তাহলে পর্ন ষ্টারের মানে যারা বুঝে তারা মুখ টিপে হাসবে এতে যেমন বিন্দু মাত্রও সন্দেহ নেই, ঠিক তদরুপ জামাত যখন দাবী করে সাঈদীরা নিরিহ গোবেচারা রাজনৈতিক প্রতিহংসার স্বীকার তখন মুখটিপে হাসি ছাড়া কোন উপায় থাকেনা। জামাতীদের দ্বারা গৃহ পালিত মানুষ রুপের পশুদের আমরা শিবির হিসেবেই জানি, তথাপি আওয়ামী লীগ ও বিএনপি দ্বারা গৃহ পালিত মানুষ রুপের পশুদের আমরা ছাত্রলীগ এবং ছাত্রদল হিসেবেই জানি। ছাত্ররাজনীতির ইতিহাস অনেক পুরনো এবং তা ছিল গৌরব উজ্জল যা এখন এক সময় পৃথিবীর বুকে বিচরন কারী প্রানী ডাইনোসরের মতই বিলুপ্ত। এখন ছাত্র রাজনীতি মানেই হলো বিভিন্ন দলের লেজু‌ড় ভিত্তিক টেন্ডার, জবর দখল সহ সাধারন জনগনের জান মালের ক্ষতি সাধন ও সন্ত্রাসী কাজে লিপ্ত একদল তরুনের প্রতিচ্ছবি। ভাবতে কষ্ট হয় যেসকল তরুন যুবা মুক্তিযুদ্ধ দেখেনি তারা কি করে রাজাকারের পক্ষ নিয়ে সোস্যাল মিডিয়াতে লেখালেখি করে? আজ যখন দেশের সিংহ ভাগ মানুষই রাজাকার যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সেচ্চার তখন সাঈদীরা নিরিহ গোবেচারা রাজনৈতিক প্রতিহংসার স্বীকার বলে যে প্রচার প্রচারনা চলছে এটাকি আদৌ কাম্য? বিভিন্ন ব্লগে অনেক অনেক ব্লগার সাঈদীদের যুদ্ধাপরাধী কাজে লিপ্ত থাকার বহু তথ্য প্রকাশ করার পরও যখন অনেকেই দাবী করে সাঈদীরা নিরিহ গোবেচারা রাজনৈতিক প্রতিহংসার স্বীকার তখন কেউ যদি দাবী করে পর্ন ষ্টার সানি লিওন ভার্জিন তাহলে আমার দৃষ্টিতে (সাঈদীরা নিরিহ ও পর্ন ষ্টার সানি লিওন ভার্জিন ) এই দুটি দাবীর মাঝে কোন ফারাক নাই বা থাকতেও পারেনা। অনেকেই হয়তো আমার সমালোচনা করে বলবে আমি কোন তথ্য ছাড়া মনগড়া লেখনীর মাধ্যমে অযথা কিছু নিরিহ গোবেচারা রাজনৈতিক প্রতিহংসার স্বীকার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছি, তাদেরকে বলব তথ্য প্রমান সহ আমার অন্য আরেকটি লেখা আছে তা পড়ার জন্য। পরিশেষে একটি কথাই বলব আর তাহলে রাজাকার চিরজীবন রাজাকারই থাকে এর প্রমান জামাত ৭১এ তাদের কৃত অপরাধের জন্য আজও জাতির কাছে ক্ষমা চায় নাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.