আমাদের কথা খুঁজে নিন

   

ইকারুসের ডানা

ভাবছ কি এই সবই আগেই লেখা হাতের রেখা? ভাবছ কি তুমি আমি আর জোনাক-রজনী কবির আঁকা ছবির খাতা? ভাবছ কি যা পেয়েছি যাইবা পাব সবই আমাদের হাতের মুঠোয় রেখার সাথে মিলিয়ে রেখা সম্ভাবনা সব বাঁধবো সূতোয়? একটা একটা স্বপ্ন বেলুন এসেছে তোমার হাতের কাছে ছুঁয়েছ এক আর জন্মেছে হাজার ঐ বেলুনের চারিপাশে। সম্ভাবনার হিসেব কষে যায় না ঐ বেলুন গোনা, ওদেরকে তাই সামলে রেখ ওরাই তো সব- ইকারুসের ডানা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।