আমাদের কথা খুঁজে নিন

   

ভূমিকম্প সচেতনতা

আমার এলাকার দুই ছোট ভাই। ওদের সাথে দীর্ঘদিন ধরে আমার জানা শোনা আছে। একজনের নাম মো: রাহাত শরীফ উপল এবং অন্যজনের নাম মো: তানিম আহমেদ নিলয়। ওরা দুজনই ৭ম শ্রেনীতে পড়ে। একদিন উপলের গনিত খাতায় আমি (উল্লেখ্য যে ওরা আমার কাছে গনিত করে) আমি কবিতাটা আবিষ্কার করি।

পরে জানতে পারি যে, ওরা দুইজন মিলে কবিতাটা লিখেছে। কবিতাটা পড়ে আমার খুব ভালো লাগে। তাই ওদের অনুমতি নিয়ে কবিতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। বিজ্ঞানিরা বলছে একি, কথাটাকি সত্যি নাকি! বড় একটা ভূমিকম্প, আনবে আঘাত সময় অল্প। ভূমিকম্প ভূমিকম্প, ওড়ে বাবা ভূমিকম্প! হতে পারে যেকোন দিন বন্ধ হবে লম্প ঝম্প।

রংপুর, চিটাগাং সিলে ঢাকা, ভূমিকম্পে সব হবে ফাঁকা। মরবে মানুষ শত শত লক্ষ কোটি হতাহত। কি করি কি করিরে ভাই ভূমিকম্পে বাঁচতে যে চাই। বাচঁতে হলে শোন সবাই, প্রস্তুতির কোন বিকল্প নাই। প্রস্তুতি আর সচেতনতা, দিতে পারে নিরাপত্তা।

শুনলেই কেবল হবেনা তা, অনুশীলনেই সফলতা। তোমার বাড়ীর চারিকোনে, সঠিক জায়গা রাখো চিনে। ভূমিকম্প শুরু হলে, আশ্রয় নেও সবাই মিলে। ঘরের সব আসবাবপত্র, গরাত দিয়ে কর শক্ত। ভুমিকম্প ঝাকুনি দিলে, থাকবে তারা পাঁকাপোক্ত।

ভুল করো না আর ভাই, দৌড়াদৌড়ির দরকার নাই। শংকা থেকে ধীরে স্থীরে, টেবিলের নিচে নাও ঠাই। টেবিল যদি না মিলে, খাটের তলায় যাও চলে। মাথার উপর বালিশ চেপে, চুপটি করে থাক বসে। প্রস্তুতি যদি সঠিক হয়, ভূমিকম্পে অকারনেই ভয়।

এই কথাটি জনে জনে, রাখবো সবাই মনে মনে। বিশ্ব তখন আবাক হয়ে, বলবে সবাই বেশ বেশ। ধন্য মোরা ধন্য দেশ ভুমিকম্প জয়ে বাংলাদেশ। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।