আমাদের কথা খুঁজে নিন

   

The Future of The Past (ভুতের ভবিষ্যত)

কাল অনেকদিন পর একটি বাংলা সিনেমা দেখলাম। ভারতীয় বাংলা-- ভুতের ভবিষ্যত। হাইরাইজ বিল্ডিং আর সপিং মল করতে গিয়ে কোলকাতার পুরানো দালানগুলো যেভাবে ধ্বংশ হচ্ছে সেখানে ভুতুড়ে বাড়ী আর থাকছে না। তা হলে ভুতদের কি হবে? গল্পটার মাঝে কমেডি আছে। কিন্তু কমেডির চেয়েও যে বার্তাটি আমাকে আকৃষ্ট করেছে তা হলো-- নতুনের আবাহন তৈরি গিয়ে পুরোনো কিছুই আর থাকছে না।

ঢাকার গুলিস্তান ভাঙ্গা হলো, শ্যামলী আর থাকছে না। পুরোনো অনেক স্থাপনার অবশেষ আর নেই। হারিয়ে গেলে নৌকা বাইচ, নৌকাতে লেগেছে ইঞ্জিন, ছল ছল কল কল শব্দ এখন আর নৌকায় বসলে শোনা যায় না। মোষের গাড়ী নেই, মালটানা গয়নার নৌকাও নেই। সরকার ঠিক করেছে সরষের তেল বিক্রী করতে হলে বিএসটিআই এর অনুমোদন লাগবে-- তার মানে তেলীরাও আর থাকবে না।

কুমোর কামার তো আগেই বিদায় হয়েছে। উন্নয়নের জোয়ারে অতীতের কোনো ভবিষ্যত নেই। তাহলে একদিন আমরা কি ভুলে যাবো আমাদের পিতামহ প্রপিতামহের নাম? ভুলে যাবো অঙ্গ বঙ্গ কলি্ঙেগর সেই ইতিহাস? সারা দেশ প্রমোটারটা লীজ নিয়ে ফেলেছে। ভাওয়াল উদ্যানের বড় অংশ চলে গেছে শিল্পপতিদের হাতে, নদীগুলো হয়েছে বর্জ নিষ্কাষণের ড্রেন। বাতাস হয়েছে বিষাক্ত।

ধনবাদী সমাজে সবই পণ্য। জমিজমা, পেশা আশা সবই এখন কর্পোরেট এর হাতে বন্দী। মাল্টিন্যাশনালের সহয়তা ছাড়া নবান্ন হয় না। কবে যেন স্বাধীনতা বিজয় দিবসও পণ্য হয়ে যাবে। আসলে আমাদের ঐতিহ্যের কোনো ভবিষ্যত নেই।

ভবিষ্যত নেই বর্তমানেরও। কারণ অতীত বর্তমান ভবিষ্যত সবই তো এখন ব্যবসায়ের হট আইটেম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।