আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম ও বিরহের সুর সখির সনে আড়ি

আমার বাড়ী আইস সখি ফুল তুলে দেব গলে মনের কথা কইমু নিরলে আঁকা বাকা মেটুঁ পথের চির চেনা গায় নিশিরাতে তারার প্রদীপ ডাকবে ইশারায় মৃদু হাওয়া কানে কানে ঘুমটা দেবে খুলে ঐ ছোট্ট নদীর জল টলমল ঢেউ খেলে দূতীরে কার বা বাঁশি শুনি ক্ষনে আজব মধুর সুরে ভাবুক মন রয়না ঘরে বুঝবি সেথা এলে ঐ ভোরের পাখি জাগায় আমায় কণ্ঠে গানের মেলা ফুলে ফুলে স্বপ্ন সাজাই ভাসিয়ে হৃদয় ভেলা সখি তোরে করে স্বরন থাকি সবি ভুলে ঐ । যারে আমি ভাবি আপন সে যে মোরে ভাবে পর এই কি রিতি জগত মাঝে বদল হয়ে যায় অন্তর সোনা দানা বাড়ী গাড়ী সবি রবে পথে পড়ি বন্ধ হলে দমের গড়ি থাকবেনারে মায়ার নজর ঐ পলকে যা যায়রে দেখা সবি রঙ্গের স্বপ্ন আঁকা আসা যাওয়া সবি একা কোন আশায় বান্ধরে ঘর ঐ ভাবুকে কয় বুকে বান্ধে সাথিরা সব মায়ায় কান্দে ঘনায়ে আসবে যখন সন্দে একাই যাত্রা অসীমের ওপর ঐ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.