১৩ই নভেম্বর জন্ম তারিখ, মৃত্যু নাহি তার নূহাশ পল্লীর সজীব আবেশ ঔষধি বৃক্ষ লীলাবতী দীঘি মৎসকন্যা শিল্পীর রঙতুলি নানান রকম বিলাস আর নরমস্তক খুলি অমর সৃষ্টি যার ; মৃত্যু হয়না তার। বাংলা নাটক অচিনবৃক্ষ চলচ্চিত্র শ্যামলছায়া আগুনের পরশমনির ছূয়া নন্দিত নরকের যাতনা এই সব দিন রাত্রির মায়া কোথাও কেউ নেই শুধু একাকিত্ব অমরকীর্তি যার; মৃত্যু হয়না তার। চারিদিকে আজ হিমু মিসির আলী বাকের ভাই; কে বলে হুমায়ূন আহমেদ মৃত আমি বলে মরে নাই । গুলতেকিনের অমর সৃস্টি শাওনের অমর প্রেম শীলা নোভার ভালবাসায় সিক্ত অপরিসীম সারি সারি গল্প উপন্যাস রম্যগল্প মাঝে; কত বিনোদন কত যে বেদন, কত আনন্দ কত যে কথন, করিছে বিতরন সকাল বিকাল সাঁঝে। লাখ ভক্তের ভালবাসায় সদাই সিক্ত যিনি, চির অমর চির অক্ষয় অব্যয় চিরঞ্জীবি তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।