আমাদের কথা খুঁজে নিন

   

রাতারগুলে একদিন (ছবি ব্লগ)

http://www.facebook.com/sumon.dhrubo..... অনেক শুনেছিলাম রাতারগুলের কথা, তাই দেখতে গেলাম, সুযোগ পেতেই...সিলেট শহর থেকে সিএনজি ভাড়া করে (৩৫০ টাকা) গোয়াইন হাট, আসেখান থেক ট্রলারে(৮০০ টাকা) করে রাতারগুল বীট অফিস...পরে জেনেছি, সিলেট শহরের আম্বরখানা থেকে সরাসরি সি এন জি নিয়ে অনেক কম সময়ে এবং কম খরচে রাতারকুল গ্রামে যাওয়া যায়...ওখানে গিয়ে গাইডদের খোজ করলে তারাই নিয়ে যাবে বিভিন্ন স্থানে ( আমাদের গাইডের নাম ছিল, জনাব ইসমাইল)...সেখানে গাইডকে সাথে নিয়ে ছোট নৌকা নিয়ে ঘুরে দেখতে পারেন জায়গাটা… . যাত্রা হল শুরু (আগের দীর্ঘ সিএনজি যাত্রার ছবি দিলাম না) গোয়াইনঘাটে... জীবন-জীবিকার তাগিদে... দুজনের গন্তব্য একইস্থলে না গেলে পস্তাইবেন... বর্ষাকালে পানি আরো ১০-২০ ফিট বেড়ে যায়, তখন গাছগুলো পানির নিচে চলে যায় শেষ বিকেলের আলো লাস্ট বাট নট লিস্ট! রাতারগুলের ধিংকা চিকা ড্যান্স পে চান্স!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.