আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধ্যাস্বপ্নে ভর করে নীলাভ বেদনার শব।

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ... সন্ধ্যা হলেই নীলিমায় মন রাখি সাঁঝের মায়ায় স্বপ্ন বুনি একটু একটু করে মধ্য বুকে স্বপ্ন আঁকি খুঁজে আনি অবহেলায় হারিয়ে যাওয়া ধবলিমার স্বপ্ন । স্বপ্নচোখে.... দীপন আলোর মশালে রাত সাঁজিয়ে বিষাদিত মস্তিষ্কে জমা হয় স্মৃতি কুস্তুভ। নক্ষত্রের রাতে অন্তহারা আকাশের মাঝে তারকারাজর খেলায়,মনে হয় আমি হয়তো খসে পড়া তারাদের দলে নীলিমার গভীরে প্রস্ফুটিত করি স্বপ্ন কোমল, জ্যোস্না রংগে মন রাংগায়,আবার হঠাতই হারিয়ে যাই না ফেরার গর্ভে। কখনও সখনও ধূয়াশাময় অসীম কুয়াশার বুকে বিবর্ন ছবি আঁকি, ক্ষত হ্রদয়ের ক্যানভাসে উঠে আসে প্রমীলা পোর্ট্রেট তবু শুকনো ফুলের মুকুটে সাঁজি মেঘরানী। ছানি পড়া কুহক নিশীথের বুকে কত বার ঘুরপাক খায় অকৃত্রিম শোকের ছায়া। অন্তরীক্ষের শুন্যতায় মন গলিয়ে, অদ্ভুত আঁধারের কোলে মাথা রেখে বলি..... উচ্ছিষ্ট এখন রুদিত মনের কষ্ট কনিকা দিনে দিনে জমা পড়ে নীলচে রংগা বিষ, এখনো আমার রক্তশিরায় বহন করি থিকথিকে পাপ জীবাণু। বাঁচার জন্য বাঁচা,নয়তো বাঁচার অভিনব রুপের মাঝে পালিয়ে বেড়ায়। সন্ধ্যাস্বপ্নে ভর করে নীলাভ বেদনার শব। বিশাল আকাশের নীচে সংকীর্নতা আমার, ক্ষুদ্র আমি,অস্ফুট ঝরে পড়া তারকা আমি।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.