প্রতিটি রাতে স্বপ্ন দেখি একদিন সব আমারই হবে, আজ না হলেও কাল তো ঠিকই
দেশে যখন ইংরেজীতে সাহিত্যচর্চা বাড়ছে ঠিক এমন সময়ই ব্রিটিশ আয়োজকরা তাদের উৎসবের পরিসর বাড়িয়ে বাংলাদেশে আয়োজন করছে সাহিত্য উৎসব। গত বছর থেকে শুরু করা এ উৎসবটি বাংলাদেশে আয়োজন করতে সহায়তা করছে ব্রিটিশ কাউন্সিল। এ বছরের ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এ আয়োজন চলবে বাংলা একাডেমী প্রাঙ্গনে। তবে তরুন লেখকদের জন্য সুখবর হলো তারা চাইলেই লেখা পাঠাতে পারে ৫০০ শব্দের মধ্যে। তবে এই আয়োজনের মধ্যে দিয়ে তরুন লেখকদের সুযোগ হতে পারে আর্ন্তজাতিক সাহিত্য অঙ্গনে প্রবেশের।
গোড়ার কথা: পিটার ফ্লোরেন্স এবং নরম্যানের উদ্যেগে ১৯৮৮ সালে ওয়েলসের ছোট্র শহর পয়েসে শুরু হয় এই সাহিত্য উৎসব। শুরুর দিকে এটি বিভিন্ন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে হলেও ধীরে ধীরে এর ব্যপ্তি বাড়তে থাকে। বর্তমানে ৪ টি মহাদেশে অনুষ্ঠিত হয় এ আর্ন্তজাতিক উৎসবটি। এ বছর উৎসবটির ২৫ তম বার্ষিকী অনুষ্ঠিত হয়ে গেল।
এবারের উৎসবটির মূল বক্তব্য হলো, Imagine the World অর্থ্যাৎ কল্পনায় বিশ্ব।
আপনারা যে কেউ চাইলে লেখা পাঠাতে পারেন . categories: Poetry and Flash Fiction in Bangla and English.
লেখা পাঠানোর সময় শেষ হবে: ১০ নভেম্বর, ২০১২
গত বছরে অনুষ্ঠেয় হে ফেষ্টিভ্যালের কিছু ছবি -
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।