আমার কথা............ আপনি যদি একজন ভ্রমন পিপাসু মানুষ হয়ে থাকেন তাহলে আপনি সময় পেলে ঘুরে আস্ তে পারেন বাংলাদেশের প্রথম বালিয়ামারী বর্ডার হাটে । সকাল ৭ টায় ঘুম থেকে উঠে নাস্তা সেরে সোজা উত্তরা আজম পুর বাস স্টান্ড , সেখানে কিছুক্ষন অপেক্ষা করে সকাল ৮.৩০ এর একটা বাসে করে সোজা কুড়িগ্রামের রাজিবপুর থানার বালিয়ামারী বর্ডার হাটের দিকে । এটা একটা লম্বা ভ্রমন বিকাল ৪.৪৫ রাজিবপুর থানা তে নেমে সোজা উপজেলা বাংলো তে । বাংলো তে খাওয়া দাওয়া শেষ করে অটোরিক্সা করে বর্ডার হাটের উদ্দেশে রউনা । এখানে আপনার অটোরিক্সা ভারা লাগবে ২০ টাকা ।
এখানেই আপনি যাওয়ার পর আপনার মনটা ভালো হয়ে যাবে । এখানে চাইলে আপনি বর্ডার হাটের পাশ দি বয়ে যাওয়া জিঙ্গিরাম নদি তে নৌকা করে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে ঘুরতে পারবেন । এই নদি পাড় হয়ে আপনাকে বর্ডার হাটে যেতে হবে , সমস্যা নেই নদির উপড় বাশের পুল রয়েছে । এখানে চাইলে আপনি কেনাকাটা করতে পারবেন । এ জন্য আপনাকে যেতে হবে শুধু মাএ যে কোন মাসের বুধ বার কারন অন্যান্য হাট বন্ধ থাকে ।
ও আর একটা জিনিস , এখানে এলে আপনি আর একটা জিনিস পাবেন তা হলো বীর প্রতিক তারামন বিবি কে এখানেই তার বাড়ী চাইলে তার সাথে সাক্ষাত করতে পারবেন । এ জন্য রাজিবপুর বাজার থেকে যে কোন রিকশা নিয়ে তারামন বিবির বাড়ীতে যেতে বললে সোজা আপনাকে উনার বাড়ী তে পৌছে দেবে যেতে আপনার লাগবে ১৫ মিনিট । উনার সাথে যে কোন সময় সাক্ষাত করতে পারবেন । চাইলে মুক্তি যুদ্ধের গল্প শুনতে পারবেন ।
কি ভাবে যাবেনঃ
ঢাকার উত্তরা আজম পুর বাস স্টান্ড থেকে কুড়িগ্রামের রাজিবপুর যাওয়ার অনেক গাড়ী পাওয়া যায় ।
এখান থেকে আপনি সরাসরি গাড়ী পাবেন রাজিবপুর যাওয়ার । ভাড়া লাগবে জন প্রতি ৪০০ থেকে ৬০০ টাকা ।
আমি ছবি আপলোড করতে পারি না কি ভাবে করতে হয় জানাবেন আমি ছবি আপলোড করে দিব ।
আর কোন সমস্যা হলে আমাকে জানাবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।