বাঙলা কবিতা সুঠাম তোমার ঊরুযুগল জমজ বকুল গাছ, সগর্বে দাঁড়িয়ে ছুঁয়ে দিচ্ছে আমার সাত আসমান তা্র স্ফুটিত পুষ্পদিনে, আমি তো গন্ধমাতাল! আর হাঁটুদ্বয় বঙ্গোপসাগরের লবণধোয়া আর্দ্র বাতাস, এই গ্রীষ্মমণ্ডলে, জুরিয়ে দিচ্ছে তাপক্লান্ত দেহ-প্রাণ হাঁটুর ছায়ায় এতো বিস্তারিত বেলাভূমি দিগন্ত নিকট মনে হয় তোমার পায়ের গোড়ালি থেকে জন্মে ওঠা বিপুল ঝাউবন আমাকে আবারও সমুদ্রমুখি করে তুললো সৈকতে শুয়ে আছি এতোটা বেহুঁশ আহ কী অপরিমেয় তোমার বকুলবৃষ্টি! যেন আজ পুষ্পসমাধি পেয়ে, নতুন জন্মের দিকে যাত্রা শুরু হলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।