আমাদের কথা খুঁজে নিন

   

আলাউদ্দীনের দৈত্য

লোকালয়ে মোর আলয়, তবু বাস করি অন্যলোকে আলাউদ্দীনের দৈত্যটা এখন আমার কাছে। খুব যতনে বোতলে পুরে রাখি। ছিপিটা মাঝে মাঝে ঢিলা হয়ে যায়। ফাঁক-ফোকর দিয়ে উঁকি দেয় ভয়াল দৈত্য। বেরিয়ে আসতে ভীষন উদগ্রীব ব্যাটা! আমিও থাকি সাবধানে। দিনকাল উল্টে গেছে। একবার যদি বেরিয়ে পড়ে তাহলে আমাকেই সারাজীবন ওর দাসত্ব করে কাটাতে হবে। পূরণ করতে হবে সব ইচ্ছা! ৩টার যুগ আর নাই। এখন খালি চাই, আর চাই! প্রথমে ছোট ছোট, নিরীহ ইচ্ছা, যেমন: পরীক্ষার হলে খাতা দেবার পাঁচ মিনিট আগে দু-তিনটে দরকারি তথ্য সাংকেতিক ভাষায় টুকে নেওয়া... ভীষন গরমের এক দুপুরে রিক্সা থেকে নেমে ভাড়া নিয়ে ঝগড়া, অতঃপর ক্যাম্পাসের গুন্ডাদের ভয় দেখিয়ে ঘামে নেয়ে ওঠা বুড়ো লোকটাকে ২ টাকা কম দিয়ে বেহায়ার মত যুদ্ধজয়ের হাসি হাসা... বাপমায়ের পাঠানো কষ্টের টাকা অযথা বিলাসিতা করে উড়িয়ে দেওয়া, আবার ফোন দিয়ে ঝাড়ি, এত কম টাকা দাও কেন? আমি কি না খেয়ে মরব?... একটু ফাঁকিবাজ, কিংবা সত্যি সত্যি অসহায় কোনও বন্ধু পরীক্ষার আগে লেকচার খাতাটা চাইলে প্রায় শ'খানিক মিথ্যা আর চাপা ছেড়ে এড়িয়ে যাওয়া... ক্যান্টিনে আমার ভাইয়ের চেয়েও ছোট ছেলেটি যে কি না পেটের দায়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সেবা করতে এসে নিজের স্কুলে পড়ার সুযোগটাও হারাচ্ছে, তাকে ঠাস করে চড় বসিয়ে বলা "এই পিচ্চি, চা দিতে বলসি কখন? কানে শুনিস না?"... অসুস্হ রাজনীতির প্যাঁকে নিজের আপাদমস্তক কলুষিত করে পাশের রুমের নিরীহ, পড়ুয়া ছেলেটাকে রড দিয়ে পিটিয়ে পঙ্গু করে দিতে... ভালবাসার মানুষের একান্ত বিশ্বস্ততা ভেঙে চুরমার করে অন্য কোনও উর্বশী অথবা মালদার পার্টির সাথে এসি গাড়ির টিন্টেড গ্লাসের আড়ালে বসে ইরোটিক ডেইট করতে... জনগণের টাকায় লেখাপড়া শিখে আবার সেই জনগণের টাকা মেরে খাবার ধান্দা নিয়ে বাপের টাকায় ঘুষ দিয়ে সরকারি চাকরি কিনে নেওয়া.... তারপর থেকে শুরু হয় দৈত্যের দৈত্যাকৃতির সব হুকুম পালন: ১০০ কোটি টাকার জালিয়াতি! প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি! দেশের টাকায় বিদেশ ভ্রমন! মার্সিডিজ গাড়ি আমদানি! ......................................(চলবে) দৈত্যটাকে বন্দী করে রাখাটা তাই খুব জরুরী...!! চেষ্টা করছি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.