আমাদের কথা খুঁজে নিন

   

বিকিকিনির হাটে যৌবনের পসরা

বিকিকিনির হাটে যৌবনের পসরা - যাযাবর জীবন ওখানে হাট বসে মধ্যরাতে সীমানা নির্দিষ্ট করা আছে রাতের গভীরতায় বাড়ে ক্রেতা সমাগম খুব গোপনে সঙ্গোপনে বিক্রেতারা সব সুন্দরী ললনা, লাস্যময়ী নারী তথাকথিত সভ্য সমাজে নাম তাদের প্রমোদ-বালা কিংবা দেহপসারিনি পণ্য, উচ্ছল যৌবনের পসরা ক্রেতা, কামুক কিছু নারী-লিপ্সু পশু (বলতে মানা) এরাও সভ্যসমাজেরই অংশ কিছু বিনিময়, অর্থ জানাজানি হয়ে গেলেই যত অনর্থ। এখানে খোলা হাট দিনে দুপুরে এ হাটের স্থান করা হয়নি সীমাবদ্ধ বড় বড় শপিং মলে কিংবা অভিজাত কোনো হোটেলের লবি আর রেস্টুরেন্টে পসরা, ঢলা যৌবনের অতৃপ্ত কামনা ক্রেতা আর বিক্রেতা লিঙ্গ মানে না কেও সফল ব্যবসায়ী স্বামী কেও লক্ষ্মী ঘরণী (বলতে মানা) যে যার বাসাতে বেচাকেনা ইশারায় ঠারেঠোরে খুব গোপনে সঙ্গোপনে বিনিময়, ক্ষণিক আনন্দ একঘেয়ে পানসে দাম্পত্য জীবন, বড়ই নিরানন্দ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.