অনুচ্ছেদ ________________________________________ তার প্রিয় খরগোশ দুটি একটি আরেকটিকে ঘুমাতে না দেয় সারি সারি বারান্দা বাইরে সারি সারি বারান্দা বাইরে বেহেশত বাতাস সব মশারির বাইরে ঘুরে ঘুরে চলে যায় পাশের বাড়ি প্রেতাত্মা নখগুলো পরম যত্নে কেটে খেয়ে যাচ্ছে, সিদ্ধান্তগুলো সেলফোনে আসে এমন সময় ফেরেশতাদের হাতুড়ীর আওয়াজ শোনা যায় চোখের সাদা জমিনে লাল লাল ভাইরাস পানির বোতলে মদ, মদের গেলাসে চিঠি আঁকাবাঁকা স্বরবর্ণেরা ব্যঞ্জন হয়ে যায় প্রেতাত্মা নখগুলো খেয়ে যায় পুনরায় সিদ্ধান্তগুলো সেলফোনে আসে কাঁপার কথা সেলফোন, তবু সিদ্ধান্তগুলো যেহেতু আসে তার প্রিয় খরগোশ দুটির একটি আরেকটিকে কামড়ে দুঃখ পায় বেহেশত বাতাস সব মশারির বাইরে জানলা দিয়ে অচেনা মানুষদের আঙুল দেখাবে দাতে কাটা সুন্দর নখের আঙুল। ________________________________________
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।